মিছিল করে ইডি দফতরের পথে রাহুল, কংগ্রেস সমর্থকদের ভিড় রাজপথে, আটক বহু

 ইডি দফতরে দিকে রওনা দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। সঙ্গে আছেন বোন প্রিয়ঙ্কা গান্ধী ও অন্যান্য কংগ্রেস নেতৃত্ব। মিছিল করে ইডি দফতরে হাজিরা দিতে যাচ্ছেন রাহুল। শ’য়ে শ’য়ে কর্মী সমর্থকেরা যোগ দিয়েছেন রাহুলের সঙ্গে। ন্যাশনাল হেরাল্ড মামলায় তলব করা হয়েছে তাঁকে।

কিন্তু সোমবার সকাল থেকে রাজধানীর চিত্র আমূল পাল্টে গেছে। সকাল থেকেই রাহুলের বাড়ির সামনে ভিড় জমাতে থাকে কংগ্রেসের কর্মী সমর্থকেরা। দিল্লির রাজপথে মিছিলের প্রস্তুতি নিতে থাকেন তাঁরা। কিন্তু তার আগেই দিল্লি পুলিশ গ্রেফতার করে তাঁদের। যা নিয়ে সোমবার সকাল থেকেই সরগরম রাজধানী।

কংগ্রেস সমর্থকরা আগেই পুলিশের কাছে মিছিলের অনুমতি চেয়েছিলেন। কিন্তু দিল্লি পুলিশের (Delhi police) তরফে রবিবার জানানো হয়েছিল, আইন শৃঙ্খলার কথা মাথায় এই মিছিলে অনুমতি দেওয়া অসম্ভব। তবে অনুমতি না মিললেও এদিন সকাল থেকেই রাজপথে লক্ষ্য করা যায় কংগ্রেস নেতা কর্মীদের ভিড়।
রাহুল গান্ধীর নামে স্লোগান দিতে থাকেন তাঁরা। মিছিল শুরুর প্রস্তুতি নেওয়া হয়। তবে দিল্লি পুলিশ রণে ভঙ্গ দেয়। একে একে কর্মী সমর্থকদের আটক করা হয়।

এদিন ইডি দফতরে রাহুল গান্ধীর হাজিরাকে কেন্দ্র করে দিল্লির নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। কারণ এই ঘটনাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বিঘ্ন হতে পারে সেই আশঙ্কা করেই পুলিশি নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে।

প্রসঙ্গত, ন্যাশনাল হেরাল্ড মামলায় জড়িত থাকার অভিযোগে রাহুলকে তলব করেছে ইডি (Enforcement Directorate)। এই একই মামলায় ডাকা হয়েছে সনিয়া গান্ধীকেও। যদিও করোনা আক্রান্ত হওয়ার জন্য তিনি হাজিরা দিতে পারেননি। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। গত ৮ জুন রাহুল ও সনিয়া দুই জনেরই হাজিরা দেওয়ার কথা ছিল। তবে ইডি পরে রাহুলের হাজিরা দেওয়ার সময় পাঁচ দিন বাড়িয়ে দেয়।খবর দ্য ওয়ালের/এনবিএস/২০২২/একে 

news