অগ্নিপথ-বনধ: অনেকটাই অচল ভারত, স্বাভাবিক বাংলা

 অগ্নিপথ বিরোধী বনধে (Agnipath Bandh) অনেকটাই অচল দেশের একাধিক রাজ্য। অনেক রাজ্যে ট্রেন চলাচল বিপর্যস্ত। দিল্লি ও আশপাশের এলাকায় একাধিক রাস্তায় বিক্ষোভকারীদের অবরোধে যান চলাচল বন্ধ। দিল্লিতে একই সঙ্গে চলছে কংগ্রেসের সত্যাগ্রহ আন্দোলন। রাহুল গান্ধীকে (Rahul Gandhi) ইডি’র জিজ্ঞাসাবাদ এবং অগ্নিপথ, দুই ইস্যুতেই আজ পথে নেমেছে সনিয়া গান্ধীর পার্টি।

রেল সূত্রে জানা গিয়েছে, প্রায় পৌনে দুশো মেল, এক্সপ্রেস মাঝপথে আটকে আছে। সবও মিলিয়ে পাঁচশোর কাছাকাছি ট্রেনের চলাচল থমকে আছে।

তামিলনাড়ুতে রাজ্য প্রশাসনের অনুরোধে রেল বড় স্টেশন গুলিতে প্ল্যাটফর্ম টিকিট বিক্রি বন্ধ রেখেছে। বিক্ষোভকারীরা প্ল্যাটফর্ম টিকিট কেটে স্টেশনে ঢুকে ভাঙচুর করেছে, গত কয়েকদিনের ঘটনায় জানতে পেয়েছে রাজ্য পুলিশ।

এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক আগেই রাজ্যগুলিকে অগ্নিপথ বিক্ষোভ নিয়ে সতর্ক করেছে।।কয়েক ঘন্টার নোটিসে কয়েকটি ছোট ছাত্র-যুব সংগঠনের ডাকে ভারত বনধে যে ভাবে দেশের বেশ কিছু এলাকা অচল হয়ে পড়েছে তাতে আগামী দিনে এই ইস্যুতে আশ্রম বড় আন্দোলনের আশঙ্কা করছে ওয়াকিবহাল মহল। যদিও।কংগ্রেস সহ বেশ কিছু দল বনধ সমর্থন করেছে।

আজ বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। বাতিল হয়েছে পরীক্ষা। বিহারে বহু টেন বাতিল হয়েছে। মুখ্যমন্ত্রী নীতীশ কুমার প্রতি সোমবার জনতা দরবার – এ সাধারণ মানুষের কথা শোনেন। আজ তা বাতিল করা হয়েছে বনধের কারণে।

তবে পশ্চিমবঙ্গ (West Bengal) তুলনামূলকভাবে স্বাভাবিক। যদিও পূর্ব রেল বেশ কিছু দূরপাল্লার ট্রেন বাতিল অথবা যাত্রা শুরুর সময় পিছিয়ে দিয়েছে। তবে সেটা মূলত বিহারের কারণে। পাশের দুই রাজ্য বিহার ও ঝাড়খণ্ডের পরিস্থিতি ভাল নয়।খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে

news