শুভেন্দুকে চোর-ব্ল্যাকমেলার বলে কটাক্ষ করলেন কুণাল ঘোষ

ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূলের সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে চোর-ব্ল্যাকমেলার বলে তীব্র কটাক্ষ করেছেন। তিনি আজ (শুক্রবার) এক সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত মন্তব্য করেন।

তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ আজ রাজ্যপাল জগদীপ ধনখড়ের বিরুদ্ধে নারদা আর্থিক দুর্নীতি মামলায় সিবিআইয়ের এফআইআরে নাম থাকা শুভেন্দু অধিকারীকে কেন রাজনৈতিক মদদ দিচ্ছেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, কিছুর বিনিময়ে মদদ দিচ্ছেন কি না তারও তদন্ত হওয়া প্রয়োজন। রাজ্যপাল পদকে সম্মান করি। রাজ্যপাল পদ গরিমার পদ, গর্বের পদ। কিন্তু বিজেপির দালাল জগদীপ ধনখড় কীসের বিনিময়ে শুভেন্দুকে রাজনৈতিক প্রোটেকশন দিচ্ছেন এর তদন্ত হওয়া উচিত। মিস্টার জগদীপ ধনখড় কথায় কথায় লোককে ডেকে পাঠান। উনি রাজনৈতিক প্রোটেকশন দিচ্ছেন একটা ক্রিমিনালকে। শুভেন্দু অধিকারী একটা চোর, ক্রিমিনাল, ব্ল্যাকমেলার। তাকে এই জগদীপ ধনখড় কীসের বিনিময়ে প্রোটেকশন দিচ্ছেন? কেন দিচ্ছেন? উনি রাজভবনকে জ্যেঠুর বাড়ি ভেবেছেন, যখন ইচ্ছে ঢুকবেন, যখন ইচ্ছে বেরোবেন! কীসের স্বার্থে, কেন?’

শুভেন্দু অধিকারী বিজেপির কোলে দোল খাচ্ছেন বলে মন্তব্য করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। সারদা আর্থিক দুর্নীতি মামলায় শুভেন্দু অধিকারী জড়িত রয়েছে বলেও তিনি মন্তব্য করেন। তিনি বলেন, নারদা আর্থিক দুর্নীতি মামলায় এফআইআর-এ  শুভেন্দু অধিকারীর নাম থাকা সত্ত্বেও তাকে কেন্দ্রীয় তদন্ত সংস্থা কেন জিজ্ঞাসবাদ করে না? তাকে হেফাজতে নিয়ে তদন্ত করতে হবে। সিবিআইকে অবিলম্বে শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করতে হবে। একই দাবি জানান, তৃণমূলের সিনিয়র নেতা তাপস রায়। দুর্নীতি থেকে বাঁচতে শুভেন্দু বিজেপিতে গেছে। ও মেরুদণ্ডহীন, অকৃতজ্ঞ, বেইমান বলেও মন্তব্য করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে

news