বিজেপি একদলীয় শাসন চায়, সবার কণ্ঠস্বরকে চাপা দিতে চাচ্ছে : তারিক আনোয়ার

ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সিনিয়র নেতা তারিক আনোয়ার কেন্দ্রীয় নরেন্দ্র মোদী সরকারের সমালোচনা করে বলেছেন, বিজেপি একদলীয় শাসন চায়। সংসদ চত্বরে ধর্না-অবস্থান, বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ হওয়ায় তিনি আজ (শুক্রবার) ওই মন্তব্য করেন।

তারিক আনোয়ার বলেন, অন্য কোনো বিকল্প নেই, অন্য কোনো বিরোধী দল নেই,  সেজন্য বিজেপি সবার কণ্ঠস্বরকে চাপা দিতে চায়। বিরোধী দলে থেকে বিজেপি যেসব কাজ করেছে,  তার উপর আজ নিষেধাজ্ঞা জারি করছে।

কংগ্রেসের রাজ্যসভার এমপি প্রমোদ তিওয়ারি বলেন, গণতন্ত্রে সংসদের মর্যাদা একটি মন্দিরের মতো, এটি আমাদের মত প্রকাশের স্বাধীনতাকে রক্ষা করে। কেউ সন্তুষ্ট না হলে প্রতিবাদ করে, আমরা গান্ধীজির মূর্তির নিচে ধর্না-অবস্থান করে আসছি, এটা গণতন্ত্রের সাংবিধানিক অধিকার। আজ এই অধিকার কেউ ছিনিয়ে নিলে ভুল হবে।  আমার বিনীত অনুরোধ বিষয়টি বিবেচনা করা হোক।

সংসদ চত্বরে ধর্না-অবস্থান,  বিক্ষোভ প্রদর্শন করা যাবে না। এননকী, অনশন, ধর্মীয়  অনুষ্ঠান করার ব্যাপারেও অনুমতি নয় বলে নির্দেশনা জারি করেছে রাজ্যসভার সচিবালয়। আগামী ১৮ জুলাই সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরু হতে চলেছে। তার আগে রাজ্যসভার সেক্রেটারি জেনারেল পিসি মোদী এ সংক্রান্ত বুলেটিন জারি করেছেন। এই নয়া সিদ্ধান্তের বিরুদ্ধে সোচ্চার হয়েছে বিরোধী শিবির।

তৃণমূলের সিনিয়র নেতা অধ্যাপক সৌগত রায় বলেছেন, ‘এই নয়া নির্দেশ আসলে সাংসদদের অধিকারের উপর হস্তক্ষেপ করার একটা চেষ্টা। বিরোধীদের সর্বতোভাবে প্রতিবাদ করতে হবে। লোকসভা বা রাজ্যসভার মধ্যে স্পিকার বা চেয়ারম্যানের কথাই শেষ কথা। মেনে চলতেই হবে। চূড়ান্ত অবস্থায় স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা যায়। গোটা সংসদ চত্বরের মধ্যে স্পিকারের কথাই শেষ কথা। কিন্তু এরআগে এরকম নির্দেশ সত্ত্বেও প্রতিবাদ হয়েছে। এবারেও আমার মনে হয় যে এভাবে বিরোধীদের আটকে রাখা যাবে না। তবে আমাদেরও ভাবতে হবে কীভাবে সংসদের মধ্যে এবং বাইরে প্রতিবাদ আরও তীব্র করা যায়’ বলেও মন্তব্য করেন তৃণমূলের সিনিয়র নেতা অধ্যাপক সৌগত রায় এমপি।খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে

news