ভারতের পঞ্চদশ রাষ্ট্রপতি (President) হিসাবে আজই শপথ নিয়েছেন দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)। দেশ পেয়েছে প্রথম জনজাতি সম্প্রদায়ভুক্ত সাংবিধানিক প্রধানকে। এর মধ্যেই জানা গেছে, নবনির্বাচিত রাষ্ট্রপতির আসল নাম (Real Name)’দ্রৌপদী’ নয়।

মহাভারতের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র হল দ্রৌপদী। এমন একটি তাৎপর্যপূর্ণ নামে পরিচিতি পাওয়া সত্ত্বেও তা আসলে তাঁর পিতৃদত্ত নাম নয়। তাহলে তাঁর আসল নাম কী? কেনই বা এই নাম বদল?

রাষ্ট্রপতি জানিয়েছেন, তাঁর আসল নাম ‘পুটি।’ কিন্তু সেই নাম বদলে দিয়েছিলেন তাঁরই এক স্কুল শিক্ষক। ওড়িশার জনজাতি অধ্যুষিত ময়ূরভঞ্জ জেলায় সেই সময় বালাসোর অথবা কটক থেকে শিক্ষকরা পড়াতে আসতেন। তাঁর নাম বদলের নেপথ্যে রয়েছেন তেমনই একজন শিক্ষক। ‘আমার ওই শিক্ষকের আমার পুরোনো নামটি পছন্দ ছিল না। তাই ভালর জন্যই সেই নাম বদলে দিয়েছিলেন তিনি,’ জানিয়েছেন রাষ্ট্রপতি। তবে পুটি থেকে দ্রৌপদী হওয়ার মধ্যে আরও কয়েকবার নাম বদলেছিল তাঁর। কখনও ‘দূরপদী’, কখনও বা ‘দর্পদী’ পেরিয়ে শেষমেশ দ্রৌপদীতেই থিতু হতে হয় তাঁকে।

তাঁদের সাঁওতালি সম্প্রদায়ে মেয়েদের নাম হয় ঠাকুরমার নামে, আর ছেলেদের নাম হয় ঠাকুরদার নামে, জানিয়েছেন দ্রৌপদী। তিনি আরও জানিয়েছেন, স্কুল এবং কলেজ জীবনে তাঁর পদবী ছিল টুডু। কিন্তু শ্যাম চরণ টুডুর সঙ্গে বিয়ে হওয়ার পর থেকে তিনি মুর্মু পদবী ব্যবহার করেন। নাম এবং পদবী পরিবর্তন তাঁর রাজনৈতিক জীবনে সাফল্যের পথে অন্তরায় হয়নি। বরং পঞ্চপাণ্ডবের মহিয়সী স্ত্রীর নামে নাম পরিবর্তন যে তাঁর জীবনে সৌভাগ্যই বয়ে এনেছে, তা স্পষ্ট। খবর দ্য ওয়ালের

news