১১০ বছর পর হিন্দু-মুসলিম সম্প্রীতি ঘটল তামিলনাডুতে, দায়িত্ব কাঁধে তুলে নিলেন সরকারি আধিকারিকরা

 ১১০ বছর (After 110 years) পর হিন্দু-মুসলিম (Hindu-Muslim) সম্প্রীতির (Harmony) সাক্ষী থাকল তামিলনাডু (Tamilnadu)। আর সেই সম্প্রীতি তৈরি করতে এগিয়ে এলেন খোদ সরকারি আধিকারিকরা।

তামিলনাডুর পেরামবালুর জেলা। সেখানে দীর্ঘ ১১০ বছর ধরে বন্ধ ছিল সেল্লিয়াম্মান মন্দিরের পুজো। ১৯১২ সাল থেকে বন্ধ আছে এই পুজো। ভেপ্পান্থাত্তির কালাথুর গ্রাম। সেই গ্রামের মন্দির সেল্লিয়াম্মান। মন্দির সংলগ্ন হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মানুষের মধ্যে অশান্তির কারণে এই পুজো হয়নি এত বছর। এই পুজো বন্ধ রাখার জন্য এতদিন পর্যন্ত ওই এলাকার মুসলিম সম্প্রদায়ের মানুষেরা আইনি পদক্ষেপ নিয়েছিলেন।

১১০ বছর পর সেই পুজো করে হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতি স্থাপন করতে এগিয়ে এলেন ভেপ্পান্থাত্তির করগ্রাহক , এলাকার ডিএসপি এবং জেলা আধিকারিক শ্রী ভেঙ্কট প্রিয়া। জেলার সরকারি আধিকারিকরা দুই তরফের সঙ্গে কথা বলে এই অশান্তি মিটিয়ে ১১০ বছর পর আবারও শুরু করলেন পুজো।

এলাকার মুসলিম সম্প্রদায়ের মানুষেরাও এই পুজো করার জন্য নিমন্ত্রন জানান হিন্দু সম্প্রদায়ের মানুষকে। তাঁদের মধ্যে সম্মান আদানপ্রদানের কোনও কমতি ছিল না। দুই সম্প্রদায়ের মানুষ এবং সরকারি আধিকারিকেরা মিলে সুষ্ঠভাবে এই পুজোকে আনন্দ অনুষ্ঠানে পরিণত করেন।খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে

news