দেড় কোটির আসবাব, ৮৫ লক্ষ টাকা নগদ, সরকারি কেরানির বাড়িতে তল্লাশি চালিয়ে অবাক তদন্তকারীরা

 থরে থরে সাজানো নোট। না, পার্থ-অর্পিতার বাড়ি নয়। এবার টাকার পাহাড়ের খোঁজ মিলল মধ্য়প্রদেশের এক সরকারি কর্মচারীর বাড়িতে। স্বাস্থ্য় বিভাগের ওই কেরানির মাসিক বেতন ৫০ হাজার টাকার কাছাকাছি। কিন্তু বাড়ির অন্দরসজ্জা দেখেই চোখ কপালে উঠবে (Madhya Pradesh Raid)। আসবাব ও ঘর সাজানোর জিনিস নিয়েই খরচ করেছেন কোটি কোটি টাকা। বাড়ি ভর্তি বহূমূল্য জিনিসপত্র। নগদ টাকাই রয়েছে ৮৫ লক্ষ।

মধ্য়প্রদেশ সরকারের আপার ডিভিশন ওই ক্লার্কের বাড়িতে জোরদার তল্লাশি চালাচ্ছে ইকনমিক অফেন্সেস উইং (ইওডব্লিউ)-এর একটি দল। তদন্তকারীরা বলছেন, তল্লাশি চালিয়ে এখনও অবধি ৮৫ লক্ষ টাকা নগদ পাওয়া গেছে। আরও কত টাকা, গয়না লুকনো আছে তার খোঁজ চলছে। ওই কর্মচারীর বিরুদ্ধে বেআইনি সম্পত্তি মামলা দায়ের করেছে ইওডব্লিউ Madhya Pradesh Raid)।

পুলিশ জানাচ্ছে, মধ্যপ্রদেশ সরকারের চিকিৎসা শিক্ষা বিভাগের কর্মচারী হিরো কেশওয়ানি। আগেই খবর মিলেছিল প্রচুর পরিমাণে বেআইনি সম্পত্তি রয়েছে ওই আপার ডিভিশন ক্লার্কের। হিরো কেশওয়ানিকে নজরে রাখছিল ইওডব্লিউ। বুধবার রাতে তাঁর বাড়িতে অভিযান চালানো হয়। তদন্তকারীরা বলছেন, গোটা বাড়িতে বিভিন্ন জায়গায় থরে থরে নোট রাখা ছিল। এত টাকা গুনতে হিমশিম খেতে হয়। নিয়ে আসা হয় টাকা গোনার মেশিন। তাতে এখনও অবধি ৮৫ লক্ষ টাকা গোনা হয়েছে। এছাড়াও তাঁর বাড়ির দলিল ও অন্যান্য নথিপত্র মিলিয়ে প্রায় ৪ কোটির সম্পত্তির খোঁজ মিলেছে। বাড়ির আসবাবেই খরচ হয়েছে প্রায় দেড় কোটি টাকা।

গতকাল রাতে তদন্তকারীদের বাড়িতে ঢুকতে দেখেই বাধা দিতে যান কেশওয়ানি Madhya Pradesh Raid)। না পেরে শেষে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। বাথরুম পরিষ্কার করার ফিনাইল নাকি গলায় ঢেলেছিলেন তিনি। অসুস্থ হয়ে পড়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করেন তদন্তকারী অফিসাররা। জানা গেছে, ওই কেরানির উচ্চ রক্তচাপের সমস্যা আছে। তবে এখন তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গেছে।

অতি সাধারণ বেতনভুক সরকারি কর্মী তিনি। শিক্ষা দফতরে সামান্য কেরানি পদে চাকরি করেন। চাকরি জীবনের শুরুতে বেতন ছিল ৪ হাজার টাকা। এখন মাসে ৫০ হাজার টাকা বেতন পান। স্ত্রী গৃহবধূ। কাজেই একার রোজগারে এত বিপুল সম্পত্তি কীভাবে হল সেটাই প্রশ্ন। অসুস্থতার কারণে ইওডব্লিউ আধিকারিকরা এখনও কেশওয়ানিকে জিজ্ঞাসাবাদ করতে পারেননি বলে পুলিশ সূত্রে খবর। তবে তিনি একটু সুস্থ হলেই জেরা শুরু হবে বলে জানা গেছে।খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে

news