কাটা মুন্ডু হাতে ২৫ কিমি হাঁটল যুবক! থানায় গিয়ে বলল, ‘আমি খুন করেছি’

 ফুটবল ম্যাচে কে জিতবে, তা নিয়ে বাজি লড়েছিলেন দুজন। সেই বাজির মর্মান্তিক পরিণতি দেখল গোটা গ্রাম। পড়শির মাথা কেটে থানায় হাজির হল খুনি ব্যক্তি (Murder)।

সোমবার ঘটনাটি ঘটেছে অসমের (Assam) সোনিতপুর জেলায়। সেখানে স্বাধীনতা দিবস উপলক্ষে একটি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছিল। খেলায় কোন দল জিতবে তা নিয়ে বাজি ধরেছিলেন দুই গ্রামবাসী। সেই বাজি নিয়ে খেলাশেষে জোর গোলমাল বাঁধে। ঝগড়াঝাঁটি, কথাকাটাকাটি গড়ায় রক্তারক্তি কাণ্ডে।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম টুনিরাম মাদ্রী। সে বোলিয়া হেমরাম নামের আরেক গ্রামবাসীকে খুন করেছে। বোলিয়া এর আগে টুনিরামের কাছে ৫০০ টাকা চেয়েছিল বলে জানা গেছে। কিন্তু টুনিরাম তা দিতে অস্বীকার করে।

ফুটবল ম্যাচ শেষ হলে একটি ছাগল পুরস্কার হিসেবে জেতে টুনিরাম। ছাগলটিকে নিয়ে কষাইখানায় যাওয়ার সময় বোলিয়াকেও তার সঙ্গেই আসতে বলে টুনিরাম। কিন্তু বোলিয়া যাবে না বলে জানিয়ে দেয়। এতেই মাথার রাগ চেপে যায় টুনিরামের।

ধারালো অস্ত্র দিয়ে বোলিয়ার মাথা কেটে ফেলে (Behead) টুনিরাম। তারপরের ঘটনা আরও ভয়াবহ। কাটা মুন্ডু নিয়ে ২৫ কিলোমিটার পথ হাঁটে সে। হেঁটে হেঁটেই থানায় যায়। পুলিশকে সবটা জানিয়ে আত্মসমর্পণ করে। যে অস্ত্র দিয়ে সে বোলিয়ার মাথা কেটেছে তাও পুলিশের হাতে তুলে দেয় টুনিরাম।

টুনিরামকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করছে পুলিশ। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে

news