কোলকাতায় বিজেপি সদর দফতরের সামনে তৃণমূলের বিক্ষোভ

কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় বিজেপি সদর দফতরের সামনে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা বিক্ষোভ প্রদর্শন করেছেন।

আজ (শনিবার) দুপুরে ওই কর্মসূচিকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ব্যাপক পুলিশি নিরাপত্তার মধ্যে অবশেষে বিক্ষোভ কর্মসূচি শেষ হয়। আজ কোলকাতার মুরলীধর সেন লেনে অবস্থিত রাজ্য বিজেপি দফতরের উল্টোদিকের  রাস্তার ফুটপাত এলাকায় বিক্ষোভ প্রদর্শন করে তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা। এ সময়ে তারা ‘খেলা হবে’ স্লোগান তুলে, রাস্তায় ফুটবল নাচিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। তারা কেন্দ্রীয় সরকারের একাধিক সিদ্ধান্তের প্রতিবাদে পোস্টার প্রদর্শনের পাশাপাশি  ‘ইডি-সিবিআই নিরপেক্ষ নাই, অযোগ্য প্রধানমন্ত্রীর পদত্যাগ চাই’ লেখা পোস্টারসহ বিভিন্ন পোস্টার প্রদর্শন করেন।

অন্যদিকে, বিজেপি সমর্থকরা দলীয় পতাকা হাতে নিয়ে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়ে পাল্টা তৃণমূলের বিরুদ্ধে স্লোগান দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ অবশ্য কোনও পক্ষকেই কাছাকাছি আসতে দেয়নি। রাস্তার দু’পাশে দুই দলের মাঝখানে দাঁড়িয়ে থেকে বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি সামাল দেয়।   

আজ মূলত কেন্দ্রীয় এজেন্সি’র অপব্যবহার ও বিভিন্ন সামগ্রীর উপর পণ্য ও পরিসেবা করের (জিএসটি) প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করেন তৃণমূল সমর্থকরা। বিজেপি’র  অভিযোগ, বিক্ষোভের নামে এলাকায় অশান্তি তৈরি করতেই এসেছিলেন তৃণমূল সমর্থকরা।  

আজ তৃণমূলের ওই বিক্ষোভ মিছিল থেকে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও স্লোগান ওঠে। চোর চোর চোরটা বলে স্লোগান দেন বিক্ষোভকারীরা। তাদের অভিযোগ, এফআইআরে নাম থাকা সত্ত্বেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা শুভেন্দু অধিকারীকে জেরা করছে না। খবর পার্সটুডে/ এনবিএস/২০২২/একে

news