ছেলে-মেয়ে একসঙ্গে ক্লাসে বসা বিপজ্জনক! দাবি কেরলের ইসলামিক সংগঠনের নেতার

 লিঙ্গ নিরপেক্ষ (Gender Neutral) পড়াশোনা (education) নাকি বিপজ্জনক (Dangerous)। শ্রেণিকক্ষে (Classroom) ছেলে এবং মেয়েরা একসঙ্গে বসলে (Boys and Girls sitting together) পড়াশোনার ব্যাঘাত ঘটবে। এমনটাই দাবি কেরলের ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের সাধারণ সম্পাদক পিএমএ সালামের।

শুক্রবার কেরল (Kerala) সরকারের লিঙ্গ নিরপেক্ষ পড়াশোনা নীতিকে একহাত নিয়ে তিনি বলেন, ‘এটা বিপজ্জনক। ছেলে এবং মেয়েদের শ্রেণিকক্ষে একসঙ্গে বসার দরকারটাই বা কী? ওদের এরকম সুযোগ করে দেওয়ার জন্য আপনারাই বা জোর করছেন কেন? এতে শুধুই সমস্যা বাড়বে। ছাত্রছাত্রীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটবে।’

তিনি আরও বলেন, ‘লিঙ্গ নিরপেক্ষতা কোনও ধর্মীয় বিষয় নয়। এটা নৈতিক বিষয়। আমি এই বিষয়ে উদারতার পরিপন্থী। এখন লিঙ্গনিরপেক্ষ ইউনিফর্ম চাপিয়ে দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে।’

প্রসঙ্গত, কেরলের শিক্ষামন্ত্রী এবং সিপিআই(এম) নেতা ভি শ্রীভানকুট্টি বলেন, রাজ্য স্কুলগুলিতে লিঙ্গনিরপেক্ষ ইউনিফর্মের কথা এখনও ভাবনাচিন্তার স্তরে রয়েছে। ইসলামী সংগঠনগুলোর মধ্যে বিতর্ক সৃষ্টি হলেও রাজ্য সরকারের বেশকিছু স্কুলে ইতিমধ্যেই পরীক্ষামূলকভাবে লিঙ্গনিরপেক্ষ ইউনিফর্ম চালু করা হয়েছে। ছাত্র-ছাত্রী এবং অভিভাবকরাও তা সাদরে গ্রহণ করেছেন।

কেরল সরকার সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছে, সে রাজ্যের সমস্ত বালিকা বিদ্যালয় এবং ছেলেদের স্কুলগুলিকে কো-এডুকেশন, অর্থাৎ ছেলে ও মেয়েদের সহশিক্ষার স্কুলে পরিণত করা হবে। ইতিমধ্যেই ২১টি স্কুলকে মিশ্র স্কুলে পরিণত করা হয়েছে। সেই প্রেক্ষিতেই সালামের এই মন্তব্যে নতুন করে শুরু হয়েছে বিতর্ক। খবর দ্য ওয়ালের  / এনবিএস/২০২২/একে

news