যারা দুর্বলদের ওপর বুলডোজার চালায় তারা চীনা বুলডোজার নিয়ে নীরব কেন? প্রশ্ন ওয়াইসির

ভারতের মজলিশ-ইইত্তেহাদুল মুসলেমিন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি বলেছেন, যারা দুর্বলদের ওপর বুলডোজার চালায় তারা চীনা বুলডোজার নিয়ে নীরব কেন? তিনি আজ (শনিবার) দেশে চলমান বিভিন্ন ইস্যুতে এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।

ওয়াইসি আজ কেন্দ্রীয় বিজেপি সরকার এবং প্রধান বিরোধী দল কংগ্রেস উভয়কেই নিশানা করেন। কর্ণাটকে অনুষ্ঠিত হতে যাওয়া ভারত-চীন মৈত্রী সংঘের কর্মসূচি নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন তিনি। তিনি বলেন, এই লোকেরা দিল্লিতে চীনের বিরোধিতা করে এবং কর্ণাটকে তাদের নেতারা এই কর্মসূচিতে যোগ দেয়। তিনি কটাক্ষ করে বলেন, কংগ্রেস কী মোদীর নীরবতা এবং আত্মসমর্পণকে স্বীকার করে নিচ্ছে? কংগ্রেস কী গত যুদ্ধ থেকে শিক্ষা নেয়নি?      

ওয়াইসি আরও বলেন, অরুণাচলে আমাদের ভূখণ্ডে চীনা বুলডোজার এসেছে। কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে তিনি বলেন, যারা দুর্বলদের ওপর বুলডোজার চালায় তারা চীনা বুলডোজার নিয়ে নীরব কেন? ওয়াইসি হুঁশিয়ারি উচ্চারণ করে চীন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বলেও মন্তব্য করেন।    

ওয়াইসি অরুণাচল প্রদেশে চীনা পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় সরকারকে নিশানা করে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কী বলবেন, অরুণাচল প্রদেশে চীনা নির্মান দল কী করছে?  

অন্যদিকে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নেতা সাকেত গোখলে বলেছেন, কেন্দ্রীয়  সরকার গরিব এবং মুসলিমদের বাড়িতে বুলডোজার চালাচ্ছে এবং চীন ভারতীয় ভূখণ্ডে নির্মাণের জন্য বুলডোজার ব্যবহার করছে। গোখলে বলেন,  মোদীর বিজেপি গরিব ও মুসলিম ভারতীয়দের বাড়ি বুলডোজ করছে। অন্যদিকে, চীন অরুণাচল প্রদেশের আনজাভ জেলায় ভারতীয় ভূখণ্ডে নির্মাণের জন্য বুলডোজার ব্যবহার করছে বলেও তিনি মন্তব্য করেন। পার্সটুডে /এনবিএস/২০২২/একে

news