শনিতে তৃণমূলের জেলা কার্যালয়ের উদ্বোধন, রবিতে যোগদান! ত্রিপুরায় তৎপর রাজীবরা

 বাংলার পড়শি রাজ্য ত্রিপুরাতেও (Tripura TMC) পালন হচ্ছে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। বর্তমানে ত্রিপুরায় রয়েছেন ওই রাজ্যের দলের ইনচার্জ রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee) ও সাংসদ সুস্মিতা দেব (Susmita Deb)। শনিবারই ত্রিপুরার সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমায় তৃণমূলের একটি নতুন কার্যালয়ের উদ্বোধন হয়। রবিবার ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে তৃণমূলের হাত শক্ত করতে প্রধান কার্যালয়ে এসে যোগ দেন পাঁচ ছাত্র নেতা।

শনিবার সোনামুড়ার কার্যালয় উদ্বোধন করেন রাজীব বন্দ্যোপাধ্যায় ও সুস্মিতা দেব। কার্যালয়ের সামনের দলীয় পতাকা উত্তোলন করে উদ্বোধনের কাজ সম্পন্ন করেন তিনি। রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, ত্রিপুরার বিজেপি সরকারের থেকে মুক্ত করতে জেলাস্তরে তৃণমূল কংগ্রেস আরও শক্তিশালী হয়ে উঠছে।

শুধু তাই নয়, ত্রিপুরায় আগামীকাল ২৯ অগস্ট রাজভবন অভিযানের ডাক দিয়েছে তৃণমূল। রাজীব বলেন, এই অভিযানকে সামনে রেখে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ত্রিপুরা প্রদেশ যুব তৃণমূল কংগ্রেসের তরফে সিপাহীজেতে বিক্ষোভ মিছিল সংঘটিত হয়েছে।

রবিবার ২৮ তারিখ তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন হচ্ছে ত্রিপুরাতেও। এদিনই ৫ জন ছাত্রনেতার যোগ ওই রাজ্যে যুব তৃণমূলের সংগঠনকে আরও মজবুত করবে বলে মনে করছেন রাজীব। এদিনের অনুষ্ঠানে রাজীব ছাড়াও উপস্থিত ছিলেন সুস্মিতা দেব সহ ওই রাজ্যের তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।খরব দ্য ওয়ালের /  এনবিএস/২০২২ /একে

news