২৪-এ লক্ষ্য ২৪! তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা মমতা-অভিষেকের

 ২৮ অগস্ট, তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস (Trinomool Chhatra Parishad)। যা নিয়ে রবিবার সকাল থেকেই শাসক দলের ছাত্র ও যুব সংগঠনের মধ্যে সাজো সাজো রব। এবছর তৃণমূল ছাত্র পরিষদ ২৪ বছরে পা দিচ্ছে। সেই উপলক্ষে এবারের স্লোগান, চব্বিশে লক্ষ্য চব্বিশ। অর্থাৎ, আজ থেকেই ২০২৪ সালের লোকসভা ভোটের জন্য ঝাঁপাবে তৃণমূলের তরুণ ব্রিগেড।

শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ দুর্নীতি, গরু-কয়লা পাচার মামলা, ভোট পরবর্তী হিংসা মামলা সবমিলিয়ে বাংলায় অস্বস্তিতে শাসক দল তৃণমূল (TMC)। তবে ২০২৪ সালকে পাখির চোখ করে এগোতে চাইছে দল। লোকসভা নির্বাচনে যেন দলের ভাবমূর্তি কোনওভাবে ক্ষুণ্ন না হয় সেদিকে নজর দিচ্ছে তৃণমূল। তাই ২৮ অগস্ট থেকে তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদ সেই লক্ষ্য নিয়ে লড়াই শুরু করবে।

২৮ তারিখের সমাবেশ থেকে কি সেই বার্তা মিলবে? এদিন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) কী বলেন সেই দিকেই তাকিয়ে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। এদিনের ছাত্র সমাবেশকে ঐতিহাসিক রূপ দেওয়ার জন্য মুখিয়ে আছে তৃণমূলের যুব সমাজ, এমনটাই জানিয়েছিলেন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য।

রবিবার সকাল সকালই তৃণমূলের শীর্ষ নেতৃত্বের বার্তা পৌঁছে গেছে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লেখেন, ‘আমি আমাদের ছাত্র সম্প্রদায়ের সকল সদস্যকে তাদের কৃতিত্বের জন্য অভিনন্দন জানাচ্ছি। তৃণমূল পরিবারের প্রতি আপনাদের অক্লান্ত অবদান সবার জন্য খুবই মূল্যবান।’


অভিষেক বন্দ্যোপাধ্যায়ও টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লেখেন, ‘গণতন্ত্রের প্রকৃত চেতনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তৃণমূল ছাত্র পরিষদের দীর্ঘ ও কঠিন লড়াই সর্বদাই প্রশংসিত।’


দলের তরফ থেকে টুইট করে প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা জানানো হয়েছে। ‘আমরা নিশ্চিত যে সদস্যরা তাঁদের নিষ্ঠা ও বুদ্ধিমত্তা দিয়ে তৃণমূল ছাত্র পরিষদকে আরও উচ্চতর জায়গায় নিয়ে যাবে। ভবিষ্যতের জন্য শুভ কামনা।’খরব দ্য ওয়ালের /  এনবিএস/২০২২ /একে

news