শঙ্কর রায়ের আমলে সিগারেটের প্যাকেটে লিখে চাকরি দেওয়া হতো : বিমান বসু

 

ভারতের পশ্চিমবঙ্গে সিপিএমের সিনিয়র নেতা ও বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু বলেছেন, ‘১৯৭৩ সালে সিদ্ধার্থ শঙ্কর রায় যখন মুখ্যমন্ত্রী ছিলেন, তখন সিগারেটের প্যাকেটে লিখে পাঠিয়ে দেওয়া হতো রাইটার্স বিল্ডিংয়ে। আর তাদের সবাইকে চাকরিতে ঢোকাতে হতো।’ তিনি আজ (শুক্রবার) কোলকাতায় এসএফআইয়ের এক সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।

তিনি বলেন, ‘এমনও হয়েছিল রাইটার্স বিল্ডিংয়ে চাকরি, কিন্তু  বসার জায়গা নেই, যেখানে গেট কিপার বসে, আর্দালি বসে, সেখানকার টুলগুলো নিয়ে বসেছিল। এটা ১৯৭৩ সালের ঘটনা।’ এ ভাবে তিনি সিপিএম নেতৃত্বাধীন বামফ্রন্ট সরকারের আমলে বেআইনিভাবে চাকরি দেওয়ার কথা অস্বীকার করেছেন। রাজ্যে বামফ্রন্ট সরকার ১৯৭৭ সালে ক্ষমতায় এসে দীর্ঘ প্রায় ৩৪ বছর ধরে ক্ষমতায় ছিল।       

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে বিভিন্ন সময়ে রাজ্যে বিগত বামফ্রন্ট সরকারের আমলে চাকরিতে দুর্নীতি প্রসঙ্গে সেসময়ে ‘চিরকুট’ দিয়ে চাকরি হতো বলে মন্তব্য করেছেন।    

আজ সিপিএম নেতা বিমান বসু পাল্টা জবাবে বলেন, তৃণমূলের নেতা-নেত্রী এই মিথ্যে কথাটা বার বার বলেন, কিন্তু বামফ্রন্টের আমলে ‘চিরকুট’ দিয়ে কখনও কারও চাকরি হয়নি। তিনি রাজ্য সরকারকে নিশানা করে বলেন, দিনের পর দিন, প্রাইমারি, লোয়ার প্রাইমারি, আপার প্রাইমারি, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, শরীর শিক্ষা পরীক্ষায় যারা সফল হয়েছেন তালিকাভুক্ত হয়েও চাকরি পাননি। তারা রোদে পুড়ছেন, জলে ভিজছেন, রাস্তার ধুলোবালি খাচ্ছেন, চাকরির দাবিতে আন্দোলন করছেন, এই অবস্থা হবে কেন? পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকার ছিল আগে, তার আগে কংগ্রেস সরকার ছিল, কখনও তো এরকম ঘটনা ঘটেনি। এই ধরনের অবস্থা তৈরি করার জন্য দায়ী রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। রাজ্যে শিক্ষক নিয়োগ থেকে বিভিন্ন ক্ষেত্রে রাজ্য সরকারের নেতা মন্ত্রীরা দুর্নীতিতে জড়িত বলেও মন্তব্য করেন বামফ্রন্ট নেতা বিমান বসু। তিনি উপস্থিত সকলের উদেশ্যে এই অবস্থার পরিবর্তনের আহ্বান জানান।খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে

news