ভারতে বিজেপির শাসনে ঘৃণা বাড়ছে, দুর্বল হচ্ছে দেশ : রাহুল গান্ধী

 

ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি বলেছেন, ভারতে বিজেপির শাসনে বিদ্বেষ বাড়ছে, এরফলে দেশ দুর্বল হচ্ছে। তিনি আজ (রোববার) দিল্লির রামলীলা ময়দানে দলীয় এক সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।

দেশে মূল্যস্ফীতির বিরুদ্ধে বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন,  ‘দেশে ঘৃণা ছড়ানো হচ্ছে। ঘৃণা ছড়ানো হচ্ছে কারণ কিছু মানুষ তাদের ভবিষ্যৎ নিয়ে ভীত। তিনি বলেন, ভারতের দুই শিল্পপতি ঘৃণা ও ভয়ের সুযোগ নিচ্ছেন। মাত্র দু’জন শিল্পপতি সরকারের পুরো সুবিধা নিচ্ছেন। তেল, বিমানবন্দর, মোবাইল খাতের পুরোটাই দেওয়া হচ্ছে দু’জন শিল্পপতিকে। সরকারের ওপরেও তাদের নিয়ন্ত্রণ রয়েছে।’      

রাহুল গান্ধী বলেন, ‘ কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সংস্থাগুলোর অপব্যবহার করছে। ‘ইডি’ (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) আমাকে ৫৫ ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে, আমি আপনার ‘ইডি’কে ভয় পাই না। আপনি আমাকে ৫৫ ঘন্টা বা ৫ বছর ধরে জিজ্ঞাসাবাদ করতে থাকুন, তাতে কিছু যায় আসে না। আজ প্রত্যেক ভারতীয়কে দেশ বাঁচানোর কাজ করতে হবে। আজ যদি আমরা রুখে না দাঁড়াই তাহলে এ দেশ বাঁচবে না। নরেন্দ্র মোদীজির মতাদর্শ বলে দেশকে বিভক্ত করা এবং এর সুবিধা বাছাই করা কয়েকজনকে দেওয়া। আমাদের আদর্শ বলে কৃষক, যুবক এবং দেশের প্রত্যেকটি দরিদ্রকে উপকৃত করতে হবে।’

কংগ্রেসের সিনিয়র নেতা মল্লিকার্জুন খাড়গে কেন্দ্রীয় সরকারকে নিশানা করে বলেন, কেন্দ্রীয় সরকার কোনো বিষয়ে আলোচনা করতে প্রস্তুত নয়। কোনও প্রশ্নের উত্তর দিতেও প্রস্তুত নয়। এটা বোবা, বধির ও অন্ধের সরকার। খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে

news