পশ্চিমবাংলা থেকে হাজার হাজার কোটি টাকা লুট হচ্ছে : শমীক লাহিড়ি

 

ভারতের পশ্চিমবঙ্গে সিপিএমের সিনিয়র নেতা ও সাবেক এমপি শমীক লাহিড়ি রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল সরকারের সমালোচনা করে এই সরকার আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত বলে মন্তব্য করেছেন। একইসঙ্গে তিনি পশ্চিমবাংলা থেকে হাজার হাজার কোটি টাকা লুট হচ্ছে বলে অভিযোগ করেছেন।

স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগে দুর্নীতি প্রসঙ্গে তিনি আজ (সোমবার) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করতে গিয়ে ওই মন্তব্য করেন।    

সিপিএম নেতা শমীক লাহিড়ি আজ মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, ‘ওনার এত দয়া-মায়া যে কেউ ২০ লক্ষ টাকা, ১৫ লক্ষ টাকা না দিলে তো উনি চাকরি দেন না,  ওনার সরকার চাকরি দেয় না। আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত একটা সরকার চালাচ্ছেন উনি। এবং তার সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত। এটা আজকে দিনের আলোর মতো পরিষ্কার। এবং এক/দুই টাকা নয়, হাজার হাজার কোটি টাকা লুট হচ্ছে পশ্চিমবাংলা থেকে। এখন তার মধ্যে কেবলমাত্র হিমশৈলের চূড়াটুকু দেখা গেছে, তাতেই মানুষ বুঝতে পারছে যে আমরা যা বলে আসছিলাম গত ১০ বছর ধরে সেটা সত্যি।’      

অন্যদিকে, আজ শিক্ষক দিবসের অনুষ্ঠানে সিপিএম নেতৃত্বাধীন রাজ্যের সাবেক বামফ্রন্ট সরকারের সমালোচনা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আগের সরকারের আমলে কোনও ফাইল মেলেনি বলে ভুল ধরা পড়েনি। মমতা বন্দ্যোপাধ্যায় এ প্রসঙ্গে বলেন,  ‘সিপিএম আমলের একটা কাগজ খুঁজে পান তো আলমারিতে, একটা কাগজও পাবেন না। আমাদের আমলে কাগজ (নথি) আছে। কাগজ আছে বলেই তো আপনি ভুলটা ধরতে পারছেন।'

এরপরেই মুখ্যমন্ত্রী বলেন, ‘ওদের আমলে একটাও কাগজ নেই। আমরা খুঁজে পাইনি, আমরা ফাইল পাইনি, আমরা আলমারি পাইনি, আমরা কিছু দেখতে পাইনি।’  রাজ্যে ৮৯ হাজার শিক্ষক নিয়োগ করা হবে বলেও আজ শিক্ষক দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছেন।খরব পার্সটুডে/ এনবিএস/২০২২/একে 

news