এসএসসির সার্ভার রুম খুলে দিতে হবে, নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের


স্কুল সার্ভিস কমিশনের (SSC) সার্ভার রুমের পাহারায় ছিল কেন্দ্রীয় বাহিনী (Central Force)। নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার সঙ্গেসঙ্গেই এই নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)। শুক্রবার সেই বিচারপতিই গঙ্গোপাধ্যায়ই নির্দেশ দিলেন, এসএসসি-র চেয়ারম্যান শুভ্র চক্রবর্তীর উপস্থিতিতে সার্ভার রুম খুলে দিতে হবে।
কমিশনের তরফে আর্জি জানানো হয়েছিল, ওই সার্ভার রুম ব্যবহার করতে না পারলে অনেক কাজ আটকে থাকছে। আদালত যে নির্দেশ দিচ্ছে তাও বাস্তবায়িত করা যাচ্ছে না। কারণ ওই সার্ভার রুমেই রয়েছে যাবতীয় তথ্য। এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায় এসএসসির আর্জি মঞ্জুর করেছেন।

বাস মালিককে জরিমানা করলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়, দু’লক্ষ টাকা জমা দিতে হবে হাইকোর্টে
কেন এসএসসি-র সার্ভার রুমে কেন্দ্রীয় বাহিনীর পাহারা রাখা হয়েছিল? কেনই বা সিল করে দেওয়া হয়েছিল?
অভিযোগ, যে কায়দায় নিয়োগ দুর্নীতি হয়েছে তাতে স্পষ্ট যে, সফটওয়্যারে কারসাজি করেই কম নম্বর পাওয়াদের নাম তোলা হয়েছিল তালিকায়। এর নাম কেটে ওর নাম ঢুকিয়ে দেওয়ার যাবতীয় কিছু বাস্তবায়িত করা হয়েছিল এই সার্ভার রুম থেকেই।
আদালতের সেই নির্দেশ দেওয়ার পর কয়েক মাস কয়েক মাস কেটে গিয়েছে। ওই সার্ভার রুম সিল করা অবস্থায় ছিল। বেশ কয়েকবার সিবিআই সেখানে গিয়ে তথ্যও সংগ্রহ করেছিল। তবে ২৪ ঘণ্টা সেই দরজা পাহারা দিত কেন্দ্রীয় বাহিনী। এদিন সার্ভাররুম হস্তান্তরের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী প্রত্যার করে নেওয়ারও হাইকোর্ট নির্দেশ দিয়েছে। খবর দ্য ওয়ালের /২০২২/এনবিএস/একে
 

news