মানব উন্নয়ন সূচকে এক ধাপ নীচে নেমে ১৩২তম স্থানে ভারত
  
জাতিসঙ্ঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) অধীনে ১৯১টি দেশের মানব উন্নয়ন সূচক ২০২১ রিপোর্টে ভারত ১৩২তম স্থানে রয়েছে।

এর আগে ২০২০ সালে, ভারত এ ক্ষেত্রে একধাপ এগিয়ে ছিল অর্থাৎ ১৩১ তম স্থানে ছিল। ২০২০ সালে ১৮৯টি দেশের একটি তালিকা শেয়ার করা হয়েছিল। বর্তমান তালিকায় ভারতের এইচডিআই মান হল ০.৬৩৩৩। এই মানদণ্ড অনুসারে, ভারত মাঝারি মানব উন্নয়ন বিভাগে রয়েছে। এই এইচডিআই মান ২০২০ রিপোর্টে ০.৬৪৫- এর মানের থেকে কম।   

ভারতের মানব উন্নয়ন সূচক মান ২০১৯ সালে ০.৬৪৫ ছিল, যা ২০২১ সালে ০.৬৩৩-এ নেমে এসেছে, গড় বয়স কমে যাওয়ার কারণে। ভারতে গড় বয়স ৬৯.৭ বছর থেকে ৬৭.২ বছরে নেমে এসেছে। প্রতিবেদনের ভিত্তিতে এবং যে মানদণ্ডের ভিত্তিতে এটি তৈরি করা হয়েছে তার মধ্যে একটি বিষয় হল স্কুল শিক্ষারও। ভারতে স্কুলে পড়ার গড় বছর ৬.৭ এবং এটি ১১.৯ বছর হওয়া উচিত। 


এ প্রসঙ্গে আজ (শনিবার) পশ্চিমবঙ্গের হিঙ্গলগঞ্জ কলেজের প্রিন্সিপ্যাল ড. শেখ কামাল উদ্দীন রেডিও তেহরানকে বলেন, ‘সম্প্রতি মানব উন্নয়ন রিপোর্টে ভারত গতবছরের থেকে আরও একধাপ নিচে নেমে গেছে। এর ফলে এটা খুব স্পষ্ট যে, সাধারণ মানুষের জীবনযাত্রার মানের অবনয়ন হয়েছে। যে সরকার মানুষের সামনে “আচ্ছে দিনে”র (সুদিন) স্বপ্ন দেখিয়েছিলো এবং এখন আত্মনির্ভরতার কথা বলে যাচ্ছে তার সুফল যে সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে না, সাম্প্রতিক এই রিপোর্ট আমাদের চোখে আঙুল দিয়ে তা আরও একবার দেখিয়ে দিল।’  


তিনি আরও বলেন, ‘বিভিন্ন জায়গায় উঁচু উঁচু মূর্তি নির্মাণ হচ্ছে, নাম পরিবর্তনের মাধ্যমে ইতিহাসকে ভুলিয়ে দিতে সরকার উদগ্রীব। অথচ, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে চলেছে। শিক্ষা, স্বাস্থ্য, সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে। সেগুলোর দিকে অবিলম্বে যদি সরকার নজর না দেয় তাহলে আগামী বছর এই মানব উন্নয়ন রিপোর্টে আমরা কোথায় যে নেমে যাবো তা হয়তো কল্পনাও করা যাচ্ছে না আজকের দিনে দাঁড়িয়ে। সেজন্য অবিলম্বে মানুষ যাতে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো অর্থাৎ খাদ্য, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য এগুলোর উন্নত পরিষেবা পায় সেদিকে নজর দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি’ বলেও হিঙ্গলগঞ্জ কলেজের প্রিন্সিপ্যাল ড. শেখ কামাল উদ্দীন মন্তব্য করেন।     

মানব উন্নয়ন সূচকে নেপাল ও পাকিস্তান ছাড়া অন্য প্রতিবেশী দেশগুলোর চেয়ে পিছিয়ে আছে ভারত। এই তালিকায় ৭৩তম স্থানে রয়েছে শ্রীলঙ্কা। চীন ৭৯, ভুটান ১২৭, বাংলাদেশ ১২৯, নেপাল ১৪৩ এবং পাকিস্তান ১৬১ তম স্থানে রয়েছে। শীর্ষ পাঁচটি দেশ হল যথাক্রমে সুইজারল্যান্ড, নরওয়ে, আইসল্যান্ড, হংকং এবং অস্ট্রেলিয়া।  দীর্ঘ ও স্বাস্থ্যকর জীবন, শিক্ষার সুযোগ এবং জীবনযাত্রার মানের নিরিখে মানব উন্নয়ন সূচক তৈরি করা হয়।  

মে মাসে প্রকাশিত হয়েছিল বিশ্ব প্রেস ফ্রিডম ইনডেক্স রিপোর্ট যেখানে ভারতের  র্যা ঙ্কিং ১৪২ তম থেকে ১৫০ তম স্থানে নেমে গেছে। রিপোর্টার্স উইদাউট বর্ডার্স নামের একটি সংস্থা এই প্রতিবেদন প্রকাশ করেছিল। যদিও নেপাল ছাড়া ভারতের অন্যান্য প্রতিবেশী দেশের  র্যাং কিংয়ে পতন হয়েছে। ১৮০টি দেশের র্যাং কিংয়ে পাকিস্তান ১৫৭, শ্রীলঙ্কা ১৪৬, বাংলাদেশ ১৬২ এবং মিয়ানমার ১৭৬ নম্বরে ছিল। নেপালের অবস্থান ভালো বলা হয়েছে। তাদের স্থান ৭৬তম। খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে

news