গোয়ায় কংগ্রেসের বড়সড় ভাঙন, ১১ বিধায়কের মধ্যে ৮ জনই যোগ দিলেন বিজেপিতে

ভারতের গোয়ায় ৮ জন কংগ্রেস বিধায়ক দলত্যাগ করে বিজেপিতে যোগ দিয়েছেন। এরফলে রাজ্যটিতে কংগ্রেসের মোট ১১ জন বিধায়কের মধ্যে আর মাত্র ৩ জন অবশিষ্ট থাকায় দলটিতে বড়সড় ভাঙনের ঘটনা ঘটল।

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি’র নেতৃত্বে যখন দেশজুড়ে ‘ভারত জোড়ো’ কর্মসূচি চালানো হচ্ছে তখন কংগ্রেস বিধায়কদের দল ত্যাগ করে বিজেপিতে যোগ দেওয়া দলটির জন্য বড় ধাক্কা বলে মনে করছেন বিশ্লেষকরা।    

আজ (বুধবার) ওই বিধায়করা মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের সাথে বিধানসভায় পৌঁছে কংগ্রেস থেকে বিচ্ছিন্ন হওয়ার জন্য স্পিকার রমেশ তাভডকারকে চিঠি দেন। এর পরেই গোয়া বিজেপির রাজ্য সভাপতি সদানন্দ তানাওয়াড়ে সমস্ত বিধায়ককে বিজেপির সদস্য পদ দিয়েছেন। 

গোয়ায় কংগ্রেসের যে ১১ জন বিধায়ক তাদের মধ্যে আজই ৮ জন কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। কংগ্রেস ছেড়ে দেওয়া বিধায়কদের মধ্যে রয়েছেন গোয়ার সাবেক মুখ্যমন্ত্রী দিগম্বর কামাত, মাইকেল লোবো, ডেলিয়া লোবো, কেদার নায়েক, রাজেশ ফালদেসাই, অ্যালেক্সো স্ক্রিয়া, সংকল্প আমোলকার এবং রোডলফো ফার্নাণ্ডেজ। বিদ্রোহী বিধায়কের সংখ্যা দলের মোট শক্তির দুই-তৃতীয়াংশের বেশি হওয়ার ফলে এক্ষেত্রে ওই বিধায়কদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন এই প্রযোজ্য হবে না।     

এ সম্পর্কে  কংগ্রেসের সিনিয়র নেতা ও মুখপাত্র পবন খেরা বিজেপিকে নিশানা করে বলেছেন– বিজেপি ‘ভারত জোড়ো’ যাত্রাকে ভয় পায় এবং তারা নোংরা অপারেশনে জড়িত। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বার্তায় তিনি বলেন, বিজেপি কেবল ভাঙতে পারে। কংগ্রেস নেতা দীনেশ গুন্ডুরাও বলেছেন,  অর্থ ও ক্ষমতার জোরে গণতান্ত্রিক নীতিমালাকে উড়িয়ে দেওয়া হচ্ছে।   

এর আগে বিধায়ক দিগম্বর কামাত ও মাইকেল লোবো অন্য বিধায়কদের ভাঙিয়ে নিয়ে বিজেপিতে যোগদানের ‘ষড়যন্ত্র’ করছেন বলে অভিযোগ করেছিলেন কংগ্রেস নেতৃত্ব। গত জুলাইতে গোয়া প্রদেশ কংগ্রেসের সাবেক সভাপতি গিরীশ ছোডনকর বলেছিলেন,  কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদানের জন্য কংগ্রেস বিধায়কদের মাথাপিছ ৪০ কোটি টাকার টোপ দিয়েছে বিজেপি। এ নিয়ে নানা জল্পনার মধ্যে অবশেষে বুধবার কংগ্রেসের ৮ বিধায়েকের বিজেপিতে যোগ দেওয়ায় কথা ঘোষণা করলেন গোয়া বিজেপির রাজ্য সভাপতি সদানন্দ তানাওয়াড়ে।
 খবর পার্সটুডে/ এনবিএস/২০২২/একে

news