জঙ্গি আতঙ্কে বন্ধ সিনেমা হল খুলছে তিন দশক পর, ‘ফার্স্ট ডে ফার্স্ট শো’ দেখার জন্য মুখিয়ে কাশ্মীরবাসী


সিনেমা হলে গিয়ে ছবি দেখার আনন্দ থেকে বহুদিন বঞ্চিত ছিলেন উপত্যকার মানুষ। কারণ এতদিন কাশ্মীরে বন্ধ ছিল সব প্রেক্ষাগৃহ। উগ্রপন্থীদের হামলার কারণে একে একে ঝাঁপ বন্ধ হয়েছিল কাশ্মীরের (Kashmir Cinema Hall Open) সিনেমা হলগুলির। ‘ফার্স্ট ডে ফার্স্ট শো’, দেখার স্বাদ থেকে বঞ্চিত ছিলেন কাশ্মীরবাসী। এবার সেই স্বাদ আস্বাদন করতে প্রস্তুত তাঁরা। 

সালটা ১৯৮৯। তার পর থেকে বন্ধ কাশ্মীরের সব সিনেমা হল। কাশ্মীরের মানুষদের আফশোস ছিল, সেটাই পূরণ করল আইনক্স। আগামী মাসের প্রথম থেকেই সাধারণ মানুষ মাল্টিপ্লেক্সে গিয়ে ছবি দেখতে পারবেন। ৩০ সেপ্টেম্বর, শুক্রবার মাল্টিপ্লেক্সে গিয়ে ছবি দেখবেন কাশ্মীরবাসী। কেমন হয়েছে সেই মাল্টিপ্লেক্স? তিনটি মুভি থিয়েটার রয়েছে তাতে। মোট ৫২০টি আসন। অর্থাৎ একসঙ্গে ৫২০ জন সিনেমা দেখতে পারবেন। শুধু তাই নয়, বন্ধ পড়ে থাকা আরও বেশ কয়েকটি হলও খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি (BJP) সরকার।

এবার আসা যাক নতুন তৈরি হওয়া মাল্টিপ্লেক্সের কথায়। কোথায় এই মাল্টিপ্লেক্স তৈরি হয়েছে? শ্রীনগরের বাদামি বাঘ এলাকায় এই মাল্টিপ্লেক্স তৈরি করেছে আইনক্স। জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা উদ্বোধন করেন এটির। দেশের নানা প্রান্তে মাল্টিপ্লেক্স তৈরি হলেও কাশ্মীর বঞ্চিত ছিল।

১৯৯৭ সালে দিল্লিতে দেশের প্রথম মাল্টিপ্লেক্স তৈরি হয়। ৮০ ও ৯০ দশকে জঙ্গি হামলার কারণে বন্ধ হয়ে যায় কাশ্মীরের সিনেমা হলগুলি। ১৯৩২ সালে প্রথম সিনেমা হল তৈরি হয় এখানে। কিন্তু হলের মধ্যে বোমাবাজি, গুলি ইত্যাদি কারণে একে একে সব প্রেক্ষাগৃহ বন্ধ হয়ে যায়।

কাশ্মীরের মানুষদের সিনেমা দেখতে হলে কমপক্ষে পাড়ি দিতে হত ৩০ কিলোমিটার রাস্তা। জম্মুতে গিয়ে সিনেমা দেখতে হত। অনেকেই সেই সুবিধা নিতে পারতেন না। তাই কয়েকটি প্রজন্ম হলে গিয়ে ছবি দেখা থেকে বিরত ছিলেন।
রাজনৈতিক মহলের মতে, যেহেতু জম্মু ও কাশ্মীরে আগামী ডিসেম্বরেই নির্বাচন করাতে চায় কেন্দ্র তাই তার আগে পরিস্থিতি স্বাভাবিক দেখানোর চেষ্টা করা হচ্ছে। এমনিতেই উপত্যকায় জঙ্গি হামলার ঘটনায় উত্তপ্ত। সেই পরিস্থিতি পাল্টানোর চেষ্টা চলছে। নিরাপত্তা বাড়িয়ে সিনেমা হল খোলায় এবার খুশির হাওয়া কাশ্মীরে।

।খবর দ্য ওয়ালের/এনবিএস/২০২২/একে

news