বিজেপির কাছে কিছু মুসলমানের প্রশ্ন- দাউদের মেয়ে টিকেট পেলে কেমন লাগত?
ভারতের গুজরাটে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য আহমদাবাদের নরোদা বিধানসভা কেন্দ্র থেকে মনোজ কুকরানির ৩০ বছর বয়সী মেয়ে পায়েল কুকরানিকে টিকিট দিয়েছে হিন্দুত্ববাদী বিজেপি। পায়েলের বাবা মনোজ কুকরানিকে ২০০২ সালের ভয়াবহ দাঙ্গায় তার ভূমিকার জন্য আদালত ২০১২ সালে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছিল।
নরোদা পটিয়া বিধানসভা কেন্দ্র থেকে পায়েল কুকরানি বিজেপি থেকে টিকিট পাওয়ার পর নরোদা পটিয়ার কিছু ক্ষতিগ্রস্ত নির্যাতিত মুসলিম পরিবার খুবই ক্ষুব্ধ। ২০০২ সালে গুজরাট দাঙ্গার সময়ে দাঙ্গাকারীরা সেলিম শেখের বোনের এক মেয়ে ও তার দুই সন্তানকে হত্যা করেছিল।
সেলিম শেখের কাছে জানতে চাওয়া হয়-পায়েল কুকরানির বিজেপি থেকে টিকিট পাওয়াকে কীভাবে দেখছেন? জবাবে সেলিম শেখ বলেন, ‘আমি মনোজের বিরুদ্ধে সাক্ষীও হয়েছিলাম। শাস্তিও পেয়েছেন তিনি। এখন তিনি তার মেয়ের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। মনোজ কুকরানি একজন দোষী, তাই বিজেপি তাকে টিকিট দিতে পারে না। এমন পরিস্থিতিতে পরিবারের সদস্যকে টিকিট দিয়েছে বিজেপি। মনোজ কুকরানি ২০০২ সালে দরিদ্র মুসলমানদের হত্যা করার জন্য কঠোর পরিশ্রম করেছিলেন। বিজেপি তাকে বিপ্লবী হিসেবে দেখে। তাই প্রণোদনা হিসেবে মনোজের মেয়েকে টিকিট দিয়েছে বিজেপি।’
সেলিম শেখ বলেন, ‘আপনি যদি বিজেপির লোকদের সাথে কথা বলেন, তাদের জিজ্ঞাসা করুন যে এখান থেকে কোনো দল দাউদ ইব্রাহিমের মেয়েকে টিকিট দিলে তাদের কেমন লাগবে?’
বিজেপির গুজরাটের মুখপাত্র ইয়ামাল ব্যাস সাফাইতে বলেছেন, ‘পায়েল নিজে একজন এমডি ডাক্তার। তিনি তরুণী এবং পার্টিতে কঠোর পরিশ্রম করেন। তিনি একজন দলীয় কর্মী এবং তাকে টিকিট দেওয়া হয়েছে। ওই বিষয়টা অনেক পুরনো এবং গুজরাট এটা ভুলে গেছে।’
একই এলাকার ৭০ বছর বয়সী ফাতেমা বিবি বলেন, ‘আমার মোট ১৯ জন আত্মীয় নিহত হয়েছিলেন। অপরাধীকে টিকিট দেওয়া হচ্ছে। এটা কোন ধরনের ন্যায়বিচার? যে অপরাধ করেছে তাকে পুরস্কৃত করা হচ্ছে! তারা শুধু অপরাধীর মেয়েকে দেখছে। যাদের বিরুদ্ধে অন্যায় হয়েছে, তারা কী তাদের পরিবারের লোকজনের জন্য কিছু দেখে না? এটা কোন অন্ধ আইন? তারা আমাদের ক্ষতস্থানে লবণ ছিটিয়ে দিচ্ছে।’ এসময়ে কান্নায় ভেঙে পড়েন ফাতিমা। তিনি বলেন, ‘মানুষ প্রাণী হত্যার সময়েও ভেবে দেখে। কিন্তু তারা মানুষ হত্যা করেছে। তারা শিশুদের জীবন্ত পুড়িয়ে দিয়েছে। এখনো রাতে অনেক সময় ঘুম আসে না। কোথায় গোধরা আর কোথায় পটিয়া? আমরা আজ পর্যন্ত গোধরা যাইনি। কোন এলাকায় তাও জানি না’ বলেও মন্তব্য করেন ৭০ বছর বয়সী ফাতেমা বিবি।
২০০২ সালে ভয়াবহ গুজরাট দাঙ্গার সময়ে বিজেপি প্রার্থী পায়েল কুকরানির বয়স ছিল আট বছর। পায়েলের বাবা মনোজ কুকরানিকে ২০০২ সালের দাঙ্গায় তার ভূমিকার জন্য আদালত ২০১২ সালে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছিল। ২০০২ সালের ২৮ ফেব্রুয়ারি আহমদাবাদের নরোদা পটিয়ার মুসলিম বসতিতে ৯৭ জনকে হত্যা করা হয়েছিল। মনোজ কুকরানিও ওই গণহত্যার অপরাধীদের অন্তর্ভুক্ত। প্রায় ২০ বছর পর সেই নরোদা পটিয়া বিধানসভা কেন্দ্র থেকে মনোজ কুকরানির মেয়ে পায়েলকে প্রার্থী করেছে বিজেপি। মনোজ কুকরানি বর্তমানে স্বাস্থ্যগত কারণে জামিনে রয়েছেন এবং তার মেয়ের পক্ষে প্রচারণা চালাচ্ছেন।
২০০২ সালের ২৮ ফেব্রুয়ারী সহিংস জনতা নরোদা পটিয়ার মুসলিম অধ্যুষিত এলাকায় আক্রমণ চালায় এবং ৯৭ জনকে হত্যা করে। ওই ঘটনায় ধর্ষণ ও অগ্নিসংযোগের কয়েকটি মামলাও নথিভুক্ত হয়েছিল। গুজরাটে ২০০২ সালের দাঙ্গায় এত মানুষ প্রাণ হারিয়েছিল এক জায়গাতেই, অন্য কোথাও নয়।
খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে