‘আমি সমকামী, তাই যোগ্যতা সত্ত্বেও বিচারপতি করা হয়নি আমায়’, দাবি দিল্লির সিনিয়র আইনজীবীর

২০১৭ সালেই বিচারপতি হওয়ার যোগ্যতা অর্জন করেছিলেন তিনি। পেয়েছিলেন সুপ্রিম কোর্টের রেকমেন্ডেশনও। কিন্তু আজও বিচারপতি হিসেবে প্রোমোশন পাননি (Promotion As Judge Delayed) দিল্লির সিনিয়র অ্যাডভোকেট সৌরভ কৃপাল (Advocate Saurabh Kirpal)। তাঁর অভিযোগ, এর কারণ তাঁর সেক্সুয়াল পরিচিতি। তিনি সমকামী, গে (I Am Gay)। সেই কারণেই বঞ্চিত হয়েছেন নিজের প্রাপ্য উন্নতি থেকে।

যে সমস্ত বিচারপতির প্রোমোশন আটকে রয়েছে সরকারি খাতায়, সেগুলি এই সপ্তাহে আরও একবার খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই প্রসঙ্গে কথা বলতে গিয়েই আইনজীবী সৌরভ কৃপাল একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের সামনে এই মন্তব্য করেছেন।
মিস্টার কৃপালের কথায়, ‘আমার প্রোমোশন না পাওয়ার কারণ আমার সেক্সুয়ালিটি। আমার মনে হয় না, এই সরকার ঘোষিত ভাবে সমকামী কোনও ব্যক্তিকে আদৌ বিচারব্যবস্থার উপরের স্তরে রাখতে চায়।’

সূত্রের খবর, কেন্দ্রীয় সরকারের খাতায় ৫ বছর ধরে আটকে রয়েছে সৌরভ কৃপালের প্রোমোশন। এর কারণ হিসেবে অনেকেই বলছেন, দেশের কোনও হাইকোর্টের চুড়োয় একজন সমকামী ব্যক্তিকে বসানোর মতো উদারতা দেখাচে পারছে না সরকার। আইন মহলেও এই নিয়ে আপত্তি রয়েছে একাংশের। সৌরভ কৃপাল নিজেও তেমনটাই দাবি করছেন।

খবর দ্য ওয়ালের/এনবিএস/২০২২/একে
 

news