নিশীথের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, রাষ্ট্রপতির কাছে সময় চাইলেন সুদীপ-ডেরেক

 দু’টি সোনার দোকানে চুরির মামলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের (Nishith Pramanik) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা (Arrest Warrant) জারি করেছে আলিপুরদুয়ার আদালত। বিষয়টি প্রকাশ্যে আসতেই এ ব্যাপারে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাতের সময় চাইল তৃণমূল কংগ্রেস।
সূত্রের খবর, লোকসভা ও রাজ্যসভায় তৃণমূল দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ও ব্রায়েনের নেতৃত্বে জোড়াফুলের সাত জন সাংসদ রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার সময় চেয়েছেন। এ ব্যাপারে দলীয় তরফে তৃণমূল এখনও স্পষ্ট করে বাইরে কিছু বলেনি। তবে সূত্রের মতে, রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে তৃণমূল নিশীথের গ্রেফতারি দাবি করবে। এ বিষয়ে লোকসভার স্পিকার ওম বিড়লা যাতে অনুমতি দেন সেই দাবি তাঁরা করতে পারেন। সেই সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে নিশীথের ইস্তফাও দাবি করতে পারে তৃণমূল। তৃণমূলের কোচবিহারের এক নেতার কথায়, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বিরুদ্ধে সোনার দোকানে চুরির অভিযোগ— ব্যাপারটাই নজিরবিহীন।

কোচবিহারের বিজেপি সভাপতি সুকুমার রায়ের অবশ্য বক্তব্য, “কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। আইনি পথেই এর মোকাবিলা করা হবে।

তাৎপর্যপূর্ণ হল, নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে এই অভিযোগ হালফিলে হয়নি। এই মামলা হয়েছিল ২০০৯ সালে। সেই সময়ে রাজ্যে বাম সরকার। নিশীথ তখন তৃণমূলে ছিলেন কিনা তাও পরিষ্কার নয়। অর্থাৎ নিশীথ তৃণমূল থেকে বিজেপিতে যাওয়ার পর বা কেন্দ্রে মন্ত্রী হওয়ার পর তাঁর বিরুদ্ধে এই মামলা করা হয়েছে এমন নয়। আলিপুরদুয়ার থানায় ২০০৯ সালে আলাদা ভাবে দু’টি মামলা হয়েছিল। ওই দু’টি মামলায় নিশীথ প্রামাণিক-সহ আরও কয়েক জনের বিরুদ্ধে অভিযোগ ওঠে। মূল অভিযোগ ছিল, যে নিশীথ ও তাঁর সঙ্গে কয়েকজন মিলে দুটি সোনার দোকানো ঢুকে চুরি করেছেন। নিশীথ সাংসদ হওয়ার পরে, মামলা দু’টি উত্তর ২৪ পরগনার বারাসত আদালতে চলে যায়। তার পরে, আবার আলিপুরদুয়ার আদালতে ফেরত আসে।

গত ১১ নভেম্বর আলিপুরদুয়ারের বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে ওই মামলার শুনানি ছিল। তবে সে দিন নিশীথের র হয়ে কোনও আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না। এর পরই বিচারক নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। সরকারি আইনজীবী পরে জানিয়েছেন, এই মামলার পরবর্তী শুনানি হবে ৭ ডিসেম্বর। ওই দিন হয় নিশীথ প্রামাণিককে গ্রেফতার করে হাজির করানোর নির্দেশ দিয়েছে আদালত। তা না হলে, তার কারণও জানাতে হবে আদালতে।


খবর দ্য ওয়ালের/এনবিএস/২০২২/একে
 

news