গ্রামের রাস্তার জন্য বাংলাকে ৫৮৪ কোটি টাকা বরাদ্দ দিল্লির, ‘একশ দিন’ এখনও আটকে

শুভেন্দু অধিকারীর নাম মুখে না নিয়েও দুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তীব্র সমালোচনা করেছিলেন। তিনি বলেছিলেন, এখানে কেউ কেউ রয়েছে যাঁরা খালি কূটকচালি করছে। বাংলার খাচ্ছে, বাংলার পড়ছে আর দিল্লিকে বলছে, পশ্চিমবঙ্গকে টাকা দিও না!
শুভেন্দু এখনও খবর পেয়েছেন কিনা স্পষ্ট নয়, তবে নবান্ন সূত্রে খবর, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা (PM Gram sadak yojona) খাতে বাংলার জন্য ৫৮৪ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। এখানে বলে রাখা ভাল, গ্রাম সড়ক যোজনা খাতে রাস্তা তৈরির কাজ শুধু কেন্দ্রের টাকায় হয় না। এখানে কেন্দ্র ও রাজ্য প্রায় সমান অংশীদারিত্ব রয়েছে। এর আগে কেন্দ্রে ইউপিএ জমানায় বাংলার পঞ্চায়েত এলাকায় প্রচুর রাস্তা তৈরি হয়েছিল। তৎকালীন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এ ব্যাপারে অতিশয় যত্নশীল থাকায় সেই সময়ে ৫ হাজার কিলোমিটারেরও বেশি রাস্তা তৈরি হয়েছিল বাংলার গ্রামে গ্রামে।

হিসাব মতো ২০২৫ সালের মধ্যে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা -৩ –এর আওতায় (PMGSY-3) বাংলায় আরও ৬ হাজার কিলোমিটার রাস্তা তৈরি হওয়ার কথা। এজন্য মোট খরচ হবে ৫৫০০ কোটি টাকা। সেই প্রকল্প খাতেই প্রথম কিস্তির টাকা পাঠাল দিল্লি।


পঞ্চায়েত ভোটের আগে এই বরাদ্দ ইতিবাচক বলেই মনে করছে নবান্ন। গত দু’বছর ধরে গ্রামের রাস্তা সম্প্রসারণের কাজ ধাক্কা খেয়েছে। কারণ একে তো রাজ্যের আর্থিক সংকট। উপরি ছিল কোভিডের ধাক্কা। কোভিড সামলাতে অতিরিক্ত অর্থ খরচ হওয়ায় উন্নয়নের কাজে সমস্যা হয়। ফলে এই টাকায় পঞ্চায়েত ভোটের আগে বেশ কিছু গ্রামে জরুরি ভিত্তিতে নতুন রাস্তা তৈরির কাজ শুরু করা যাবে বলেই আশা করছে নবান্ন।
তবে ঘটনা হল, গ্রামের রাস্তার জন্য টাকা এলেও একশ দিনের কাজ প্রকল্প বাবদ বকেয়া পাওনার ব্যাপারে দিল্লি এখনও কোনও ইঙ্গিত দেয়নি। প্রায় ৫ হাজার কোটি টাকা দিল্লি থেকে পাওনা রয়েছে বলে নবান্নের দাবি। গত পরশুও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে, ‘১ বছর ধরে একশ দিনের কাজ প্রকল্পের টাকা আটকে রেখেছে দিল্লি’।সেই টাকা পঞ্চায়েত ভোটের আগে দিল্লি আদৌ দেবে কিনা এখন সেটাই দেখার।

খবর দ্য ওয়ালের/এনবিএস/২০২২/একে
 

news