‘রাবণের মতো মোদীরও কি ১০ মাথা’, খাড়্গের এই মন্তব্যই বিজেপির ভোটপ্রচারের অস্ত্র


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাবণের সঙ্গে তুলনা করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে (Mallikarjun Kharge)। কংগ্রেস সভাপতির বিরুদ্ধে এই অভিযোগ তুলে ঝাঁপিয়ে পড়েছে গোটা বিজেপি (BJP) পরিবার। প্রধানমন্ত্রীর অপমান বলে প্রচারের শেষবেলায় ঝড় তুলেছে তারা। আগামী পরশু গুজরাত বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট নেওয়া হবে। আজ বিকাল ৩’টেয় শেষ হয়েছে সরব প্রচার।
আমদাবাদের এক সভায় খাড়্গে প্রধানমন্ত্রীকে তীব্র আক্রমণ শানিয়েছেন। তাঁর বক্তব্য, প্রধানমন্ত্রী প্রচারে বলছেন, ‘আর কাউকে দেখতে হবে না, শুধু মোদীকে দেখে ভোট দিন।’ জনতার উদ্দেশে কংগ্রেস সভাপতি বলেন, ‘আমরা পুরসভা, পঞ্চায়েত, লোকসভা, বিধানসভা, সব নির্বাচনেই তো মোদীকে দেখছি। একটাই তো মুখ। ওঁর কি রাবণের মতো দশটা মাথা আছে?’

খাড়্গে বোঝাতে চান, বিজেপির মোদী ছাড়া কিছু নেই। সব নির্বাচনেই মোদীকে ভোট চাইতে হয়। বস্তুত, গুজরাতের এবারের নির্বাচনে দলের মোদী নির্ভরতা আরও প্রকট হয়েছে। ১১ মার্চ থেকে প্রধানমন্ত্রী নিজের রাজ্যে প্রচার শুরু করেছেন। সেই থেকে কোনও মাস বাদ যায়নি, নিজের রাজ্যে প্রচারে যাননি প্রধানমন্ত্রী।

বিজেপি অবশ্য খাড়্গের বক্তব্যকে প্রচার করছে ভিন্ন ভাবে। তারা বলছে, কংগ্রেস সভাপতি প্রধানমন্ত্রীকে রাবণের সঙ্গে তুলনা করেছেন। শুধু খাড়্গের মন্তব্যই নয়, এবারের ভোটে কংগ্রেস নেতাদের অতীতে মোদী সম্পর্কে বক্তব্যও বিজেপি প্রচারে তুলে ধরছে। প্রধানমন্ত্রী নিজে বলেছেন, কংগ্রেস আমাকে পদে পদে অসম্মান করছে। আমি সাধারণ পরিবার থেকে এসে প্রধানমন্ত্রী হয়েছি। তাই কংগ্রেস ব্যক্তি আক্রমণ করছে। 
মোদীর এই বক্তব্য নিয়েও তাঁকে একহাত নিয়েছেন খাড়্গে। তিনি বলেন, প্রধানমন্ত্রী সহানুভূতি পেতে চাইছেন।

একটু আগে বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র পাল্টা বলেন, খাড়্গে, রাহুল, সনিয়া-সহ কংগ্রেসের প্রথমসারির নেতারা বারে বারে প্রধানমন্ত্রীকে ব্যক্তিগত আক্রমণ করেছেন। তাঁকে অসম্মান করেছেন। এবারের ভোটে গুজরাতবাসী এই অপমানের বদলা নেবেন। কারণ মোদীকে অসম্মান মানে গুজরাতকেই অপমান করা।


খবর  দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে

news