অভিযানে গিয়ে আক্রান্ত পুলিশ, শিলিগুড়িতে গুলিবিদ্ধ প্রধাননগর থানার সাব-ইনস্পেক্টর

 অভিযান চালাতে গিয়ে গুলিবিদ্ধ হলেন পুলিশ আধিকারিক ( Police Officer Injured )। মাটিগাড়ার একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে তাঁকে। এই ঘটনায় তুমুল চাঞ্চল্য শিলিগুড়িতে ( Siliguri )। জখম রবীন্দ্রনাথ সরকার প্রধাননগর থানার সাব ইনস্পেক্টর। তাঁর পায়ে গুলি লেগেছে বলে খবর। পুলিশের পাল্টা গুলিতে জখম হয়েছে অভিযুক্তও। তাঁকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বিহারের বাসিন্দা রাজ পাণ্ডে নামে এক ব্যক্তি নিজেকে বিহারের ডেপুটি কালেক্টর হিসেবে পরিচয় দিত৷ এবং এই পরিচয়েই সে শিলিগুড়ি শহরে নীল বাতি লাগানো গাড়ি নিয়ে ঘুরত। অভিযোগ, চাকরি দেওয়ার নাম করে শহরের বহু মানুষের কাছ থেকে কয়েক লক্ষ টাকা আত্মসাৎ করেছে সে।


পুলিশ সুত্রে আরও জানা যায়, শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এসিপি পদাধিকারী এক আধিকারিকের সঙ্গে তার যোগসাজশ ছিল। ওই আধিকারিকের বিরুদ্ধে ইতিমধ্যেই বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। রাজ পান্ডের নামে প্রধাননগর থানায় একাধিক অভিযোগ জমা পড়ে।

আইসি অনির্বাণ ভট্টাচার্যের নেতৃত্বে প্রধাননগর থানার পুলিশ সোমবার গভীর রাতে মাটিগাড়ার দাগাপুরের একটি ফ্ল্যাটে রাজের খোঁজে অভিযান চালায়। পুলিশ হানা দিয়েছে টের পেয়েই পুলিশকে লক্ষ্য করে নাইন এমএম পিস্তল থেকে রাজ পান্ডে গুলি চালায় বলে অভিযোগ। প্রথমে পুলিশকে লক্ষ করে সে দু রাইন্ড গুলি চালায়, যার মধ্যে এক রাউন্ড গুলি রবীন্দ্রনাথবাবুর পায়ে লাগে। তখন রাজকে লক্ষ্য করে পাল্টা গুলি চালায় পুলিশ। সেই গুলি রাজের পায়ে লাগে। আহত রবীন্দ্রনাথবাবুকে সঙ্গে সঙ্গে মাটিগাড়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন ডাক্তাররা। অভিযুক্তকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিলিগুড়ির পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী বলেন, “তদন্তের স্বার্থে এখনই কিছু বলা যাবে না। তবে একজনকে গ্রেফতার করা হয়েছে।
খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে 

news