মাতাল বর বিয়ে করতে আসেনি ঠিক সময়ে, রাগে তাঁর আত্মীয়ের গলায় মালা দিলেন কনে
বিয়ের (Marriage) লগ্ন পেরিয়ে যাচ্ছে, তবু বরের দেখা নেই! মণ্ডপে বিয়ের সাজে অপেক্ষা করছেন কনে ও তাঁর আত্মীয়রা। কিন্তু বর (Groom) কোথায়? জানা গেল, মদের নেশায় বর এতটাই বুদ যে হাঁটা-চলার ক্ষমতা নেই তাঁর। যা শুনে বেজায় চটলেন কনের (Bride) বাবা। উপস্থিত এক আত্মীয়র সঙ্গেই মেয়েকে বিয়ে দিয়ে দিলেন তিনি! শুনতে সিনেমার গল্প মনে হলেও বাস্তবে এমনটাই ঘটেছে।
মহারাষ্ট্রের (Maharasthra) বুলধানা জেলার ঘটনা শোরগোল ফেলে দিয়েছে। জানা গেছে গত ২২ এপ্রিল বিয়ে কথা ছিল। লগ্ন ছিল বিকেল ৪ টে তে। কিন্তু ঘড়ির কাঁটা ৪ টে পেরিয়ে ৮ টা বেজে গেলেও বরের দেখা নেই। না বর যাত্রী। মণ্ডপে অপেক্ষা করছেন কনে ও তাঁর পরিবারের লোকরা।
বর কই? বর তো মত্ত মদের নেশায়। বন্ধু-বান্ধবদের সঙ্গে তখন তিনি চুটিয়ে মদ্যপান করছেন এবং নাচানাচি করছেন। খেয়ালই নেই যে বিয়ে (Marriage) করতে যেতে হবে। অবশেষে যখন তিনি বিয়ের স্থলে পৌঁছালেন তখন সোজা হয়ে দাঁড়ানোর ক্ষমতা ছিল না তাঁর। তাই দেখে ওই ছেলের হাতে নিজের মেয়েকে দিতে চাননি কনের বাবা। তা বলে কি মেয়ের বিয়ে হবে না? বিয়েবাড়িতে উপস্থিত এক আত্মীয়র সঙ্গেই মেয়ের দিয়ে দিলেন তিনি।
কনের মা সংবাদমাধ্যমকে জানান, বর ও তাঁর বন্ধুরা মাতাল ছিলেন। চারটের বদলে রাত আটটায় বিয়ে করতে আসেন বর। এসেই তাঁরা মারামারি শুরু করে দেন। তাই ছেলের হাতে মেয়েকে তুলে দিতে চাইনি। এক আত্মীয়র সঙ্গে বিয়ে দিয়েছি মেয়েকে। খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২


