পাপ্পু বলার জন্য কি তিনি কষ্ট পান? বিয়ের জন্য কোন ধরনের মেয়ে পছন্দ? জবাব দিয়েছেন রাহুল গান্ধী

কন্যাকুমারী থেকে কাশ্মীর, ৩৫৭০ কিমি পথে ভারত জোড়ো যাত্রা শুরু করেছেন রাহুল গান্ধী। ইতিমধ্যে সেই যাত্রা পৌঁছে গিয়েছে দিল্লিতে। সেখান থেকে ৩ জানুয়ারি যাত্রা শুরু করবে আরও উত্তর প্রদেশের পথে। কংগ্রেসের তরফে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে চিঠি লিখে ভারত জোড়ো যাত্রায় রাহুল গান্ধী ও অন্যদের নিরাপত্তা নিশ্চিত করার আর্জি জানানো হয়েছে। এই যাত্রা পথে অনেকের সঙ্গে মিলিত হয়েছে কংগ্রেসের প্রাক্তন সভাপতি। কথা বলেছেন অনেকের সঙ্গে। সাক্ষাৎকার দিয়েছেন। সেখান থেকেই উঠে এসেছে নানা তথ্য।

তিনি কিছু বললেই বিজেপির নেতার তাঁকে পাপ্পু বলে কটাক্ষ করেন। এব্যাপারে প্রশ্ন করা হলে রাহুল বলেছেন, এই নাম তাঁর খারাপ লাগে না। তিনি পাল্টা কটাক্ষ করে বলেছেন, এই নাম তাঁদের (বিজেপি নেতাদের) হৃগয়ে গেঁছে গিয়েছে। তিনি আরও বলেছেন, ওঁদের (বিজেপি নেতাদের) মনে ভয় রয়েছে। তাই তাঁকে এই নামে ডাকা হয়। তিনি এসবে বিরক্ত নন বলেই জানিয়েছেন। সাক্ষাৎকারে রাহুল গান্ধী বলেছেন, তাঁকে যে নামেই ডাকা হোক না কেন তিনি স্বাগত জানাবেন। তাঁকে যেন আরও নাম দেওয়া হয়, বলেছেন রাহুল। মুম্বইয়ে ভারত জোড়ো যাত্রার সময় এই সাক্ষাৎকার নেওয়া হয়।


তাঁকে কটাক্ষ করা প্রসঙ্গে রাহুল গান্ধী তাঁর ঠাকুরমা ইন্দিরা গান্ধীর কথা টেনেছেন। রাহুল বলেছেন, একটা সময় ইন্দিরা গান্ধীকে বোবা পুতুল কিংবা গুঙ্গি গুড়িয়া বলে ডাকা হত। সেই সেই গুঙ্গি গুড়িয়াকেই পরে আয়রন লেডি বলা হয়েছিল। রাহুল বলেছেন, যাঁরা তাঁকে দিনরাত আক্রমণ করছেন, তাঁরাই একটা সময় ঠাকুরমা ইন্দিরা গান্ধীকে গুঙ্গি গুড়িয়া বলতেন। কিন্তু তিনি (ইন্দিরা) আয়রন লেডিই ছিলেন চিরদিন। সেই কারণে তাঁকে (রাহুল) যে নামেই ডাকা হোক না কেন তিনি কিছুই মনে করেন না।


সোশ্যাল মিডিয়ায় রাহুল গান্ধীকে নিয়ে নানা মিম ছড়িয়েছে। এব্যাপারে তাঁকে কাছে প্রশ্ন রাখা হয়েছিল, মিম তাঁর নজরে পড়ে কিনা? উত্তর রাহুল গান্ধী বলেছেন, তিনি বিষয়টিকে পাত্তা দেন না। তাঁর দাবি, তিনি কাউকে ঘৃণা করেন না। কেউ তাঁকে গালাগালি দিলে, আঘাত করলেও তিনি ঘৃণা করবেন না বলে জানিয়েছেন।


ঠাকুরমা সম্পর্কে বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন রাহুল গান্ধী। রাহুল ইন্জিরা গান্ধীকে দ্বিতীয় মা বলেও সম্বোধন করেছেন। সেই সময় রাহুল গান্ধীর কাছে প্রশ্ন রাখা হয়েছিল, তিনি কি ঠাকুরমার গুণ সম্পন্ন মেয়েকে বিয়ে করতে চান। উত্তরে তিনি বলেছেন, মজার প্রশ্ন। রাহুল বলেছেন, সেই মেয়ের মধ্যে ঠাকুরমা ইন্দিরা গান্ধী ও মা সোনিয়া গান্ধীর গুণ থাকতে হবে।

খবর দ্য ওয়ান ইন্ডিয়া/এনবিএস/২০২২/একে
 

news