দেশে শিক্ষা-সংস্কৃতি-ঐতিহ্যকে বদলে দেওয়া হচ্ছে : মমতা

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারকে নিশানা করে বলেছেন, দেশে শিক্ষা ভুলিয়ে দেওয়া হচ্ছে, ঐতিহ্যকে বদলে দেওয়া হচ্ছে। মানুষের সাংস্কৃতিক চরিত্রকে বদলে দেওয়া হচ্ছে।

তিনি আজ (সোমবার) পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতার নজরুল মঞ্চে দলীয় নেতা-কর্মীদের সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।  

তৃণমূল সভানেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বলেন, ‘সংবিধানে এটুজেড সব কিছু বলে দেওয়া হয়েছে। কিন্তু আজকে ইতিহাস ভুলিয়ে দেওয়া হচ্ছে, ভূগোল ভুলিয়ে দেওয়া হচ্ছে, রাজনীতি ভুলিয়ে দেওয়া হচ্ছে!’ তিনি কেন্দ্রীয় বিজেপি সরকারকে নিশানা করে বলেন, ‘বাংলা যখন অর্থনৈতিকভাবে অনেক পিছিয়ে ছিল, আমরা তাকে এগিয়ে এনেছি। গতকালও আপনারা দেখেছেন সংবাদে বেকারত্ব কীভাবে বেড়ে গেছে সারা ভারতবর্ষে! ৪০ শতাংশের উপর সর্বোচ্চ বেকারত্ব ভারতে! আমরা কী করি নির্বাচনের আগে একটা প্রোগ্রাম করি, নির্বাচন চলে গেলে, প্রোগ্রামও চলে গেল। বিজেপির চালাকিটা দেখেছেন তো? নির্বাচন এল ১০ টাকা গ্যাসের দাম কমে গেল। নির্বাচন চলে গেল, ৩০ টাকা বেড়ে গেল! এক ডলার ৮২ টাকা, আর কী হবে? টাকার দাম থাকবে কীভাবে? টাকাটাই তো উধাও হয়ে যাচ্ছে, মানুষের পকেটে তো টাকা নেই।’   

বিরোধীদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় আজ তীব্র কটাক্ষ করে বলেন, ‘আজকে যারা কাজ নেই, কর্ম নেই, শুধু অকাজ, কুকাজ এবং বড় বড় কথা বলে বেড়ান, তাদের আমি বলব, আমরাও যখন বিরোধী দলে ছিলাম আমরা কিন্তু কোনোদিন ধ্বংসাত্মক কিছু করিনি, গঠনমূলক কাজ করেছি। একটা রাজনৈতিক দল যখন তৈরি হয় তার অনেক দায়বদ্ধতা থাকে। দায়বদ্ধতা মানতে গিয়ে কোথাও কোথাও অনেক কঠিন পরিস্থিতিকেও সামাল দিতে হয়। তা সত্ত্বেও মনে রাখবেন, আমরা বিরোধী দলে থাকাকালীন যেমন উৎসর্গীকৃত ছিলাম উন্নয়নের স্বার্থে, মানুষের অত্যাচারের বিরুদ্ধে আমরা একমত হয়েছিলাম, আজও কিন্তু সেই সংগ্রামই আমাদের করতে হচ্ছে। তার কারণ বাংলায় যেভাবে রাজনৈতিক প্রতিহিংসার নামে দুয়েকটা রাজনৈতিক চরিত্র যারা অকথা-কুকথা বলে তা সারা ভারতবর্ষে কোথাও নেই’ বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
খবর পার্সটুডে/এনবিএস/২০২৩/একে

news