আসন্ন নির্বাচনে ত্রিপুরা বিধানসভা পুরোপুরি বামফ্রন্ট মুক্ত হবে: অমিত শাহ

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির সিনিয়র নেতা অমিত শাহ বলেছেন, ‘২০২৩ সালের বিধানসভা নির্বাচনে ত্রিপুরা বিধানসভা পুরোপুরি বামফ্রন্ট মুক্ত হবে।’

তিনি আজ (বৃহস্পতিবার) উত্তর ত্রিপুরার ধর্মনগরে বিজেপির ‘রথযাত্রা’ বা ‘জন বিশ্বাস যাত্রা’র উদ্বোধন করতে গিয়ে ওই মন্তব্য করেন। অমিত শাহ আজ ধর্মনগরের পাশাপাশি বৃহস্পতিবার দক্ষিণ ত্রিপুরার সাব্রুম থেকেও ‘জন বিশ্বাস যাত্রা’র সূচনা করেন। ৬০টি বিধানসভা কেন্দ্রের মোট ১ হাজার কিলোমিটার পথ অতিক্রম করবে ওই রথ।   

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রায় এক দশক ধরে ‘কংগ্রেস মুক্ত ভারত’ গড়ার কথা বলে চলেছেন। সাম্প্রতিককালে এই প্রথম বিজেপির শীর্ষ স্তরের কোনও নেতার মুখ থেকে অন্য কোনও রাজনৈতিক শক্তিকে নির্মূল করার কথা শোনা গেল।   

২০১৮ সালের মার্চে জনজাতি সম্প্রদায়ের সংগঠন আইপিএফটি’র সঙ্গে জোট বেঁধে  ত্রিপুরায় ক্ষমতায় এসেছিল বিজেপি। এরফলে সিপিএম নেতৃত্বাধীন আড়াই দশকের বামফ্রন্ট শাসনের অবসান হয়েছিল সেখানে। মুখ্যমন্ত্রী হয়েছিলেন বিপ্লব দেব। কিন্তু  ২০২১ সাল থেকে বিজেপি পরিষদীয় দলে ভাঙন দেখা দেয়। পরিস্থিতি সামাল দিতে চলতি বছরের মে মাসে মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে সরিয়ে মানিক সাহাকে মুখ্যমন্ত্রী করা হয়। কিন্তু তাতেও পরিস্থিতি পরিবর্তন হয়নি।  

ত্রিপুরায় এ পর্যন্ত বিজেপির ৬ জন বিধায়ক ইস্তফা দিয়ে দল ছেড়েছেন। এদের মধ্যে সুদীপ রায় বর্মন, আশিস সাহা, দিবাচন্দ্র রাঙ্খল কংগ্রেসে যোগ দিয়েছেন। বুর্বমোহন ত্রিপুরা যোগ দিয়েছেন বিরোধী জনজাতি দল তিপ্রা মথায়। আশিস দাস তৃণমূলে যোগ দিলেও পরবর্তীতে তৃণমূল  শিবির ত্যাগের কথা ঘোষণা করেন। এই পরিস্থিতিতে উত্তর-পূর্বের বাঙালি অধ্যুষিত রাজ্যে বিজেপি নেতা অমিত শাহ কতটা সফল হন, তা নিয়ে কৌতূহল রয়েছে রাজনৈতিক মহলে। 
খবর পার্সটুডে/এনবিএস/২০২৩/একে

news