বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপ ইস্যুতে বাংলাকে বদনাম করা হচ্ছে'

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপ প্রসঙ্গে বিজেপিকে নিশানা করে বাংলাকে বদনাম করা হচ্ছে বলে মন্তব্য করেছেন।

তিনি আজ (বৃহস্পতিবার) এ সংক্রান্ত মন্তব্য করেন। সম্প্রতি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ নিয়ে সোচ্চার হয়েছে বিজেপি। ওই ইস্যুতে  মমতা আজ বলেন,  বাংলাকে বদনামের চেষ্টা বরদাশত নয়। এই অপচেষ্টার কঠোর নিন্দা করছি। বন্দে ভারতে পাথর ছুঁড়ে বাংলাকে বদনামের চেষ্টা করা হয়েছে। যারা ভুয়ো খবর ছড়িয়েছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। 

তিনি আরও বলেন, ‘বিহারের মানুষের ক্ষোভ থাকতেই পারে। গণতান্ত্রিক ক্ষোভ থাকলে তারা একটা ঘটনা ঘটিয়েও থাকলে তাদের তো অপমান করা যায় না। আমি মনে করি তাদেরও পাওয়ার অধিকার আছে। ক্ষমতায় বিজেপি সরকার না থাকলে কী পাওয়ার অধিকার নেই? বন্দে ভারত তো পুরনো ট্রেনকে রং করে চালিয়ে দিয়েছে। গত ১১ বছরে রাজ্যকে একটাও নতুন ট্রেন দেয়নি। বরং বহু ট্রেন বন্ধ করে দিয়েছে।’    

মমতা বলেন, ‘১০০ দিনের প্রকল্পের কাজে বাংলাকে টাকা দেওয়া হচ্ছে না। কেন্দ্রীয় সরকার রাজনৈতিক কারণে বাংলায় তদন্ত টিম পাঠাচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে রাজ্যে ১৭ লাখ নাম বাদ দেওয়া হয়েছে। বিজেপি নেতারা আবাস যোজনার বাড়ি নিয়েছে। সেই নাম বাদ দেওয়া হচ্ছে। ক্ষমতায় আছেন বলে বারবার কেন্দ্রীয় দল পাঠাচ্ছেন। ক্ষমতা আজ আছে, কাল নেই।'   

অন্যদিকে, রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজ্যের বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীকে ‘মিথ্যের জনক’ বলে কটাক্ষ করেছেন। তার কথায়, ‘বিরোধী দলনেতা নির্লজ্জের মতো ভুয়ো ভিডিও শেয়ার করেছেন। পাথর নিক্ষেপ হয়েছে বিহারে, বাংলায় নয়। বাংলা গুণ্ডামিকে প্রশ্রয় দেয় না। বিজেপি আবারও মিথ্যে ছড়িয়ে রাজ্যের শান্তিভঙ্গ করার চেষ্টা করেছে।’      

এর আগে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, ‘দুর্ভাগ্যজনক! ভারতের গর্ব 'বন্দে ভারত' এক্সপ্রেস লক্ষ্য করে পাথর নিক্ষেপ করা হয়েছে পশ্চিমবঙ্গের মালদায়। উদ্বোধনের দিন 'জয় শ্রীরাম' শ্লোগানের বদলা নিতেই এই ঘটনা? পিএমও এবং রেলমন্ত্রীর কাছে ঘটনার তদন্তভার ‘এনআইএ’র হাতে তুলে দেওয়ার আবেদন জানাচ্ছি।’      

কিন্তু এবার রেলওয়ে দফতর জানিয়ে দিয়েছে, বাংলায় নয়, বিহারের মধ্যে দিয়ে যাওয়ার সময় সেমি হাইস্পিড ট্রেনে পাথর নিক্ষেপ করা হয়েছিল। এরপরেই ওই ইস্যুতে সোচ্চার হয়ে বাংলাকে বদনাম করা হচ্ছে বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 
খবর পার্সটুডে/এনবিএস/২০২৩/একে

news