বৃদ্ধার গায়ে প্রস্রাব করা শঙ্করের চাকরি গেল! এয়ার ইন্ডিয়া কাণ্ডে এবার বড় বিপাকে অভিযুক্ত


এয়ার ইন্ডিয়ার বিমানে নিউ ইয়র্ক থেকে দিল্লি ফেরার পথে মাঝ আকাশে এক বৃদ্ধা সহযাত্রীর গায়ে প্রস্রাব করার ঘটনায় (Air India flight urination incident) আরও বিপাকে পড়লেন অভিযুক্ত শঙ্কর মিশ্র (Shankar Mishra)। এমনিতেই পুলিশ হন্যে হয়ে খুঁজছে তাঁকে। তার মধ্যেই চাকরি খোয়ালেন (Sacked) তিনি। সংবাদমাধ্যম সূত্রে খবর, আমেরিকার যে কোম্পানিতে শঙ্কর কাজ করতেন, এই ঘটনার খবর পেতেই সেই কোম্পানি বরখাস্ত করল তাঁকে।

গত ২৬ নভেম্বর এয়ার ইন্ডিয়ার বিমানে এই ঘটনা সামনে আসতেই তোলপাড় পড়ে গেছে। দিল্লি পুলিশের কাছে অভিযোগ জমা পড়ার পরেই অভিযুক্তের নাম ও পরিচয় খুঁজে বের করে পুলিশ। তাঁর ছবিও সামনে এসেছে। জানা যায়, শঙ্কর মিশ্র মার্কিন মুলুকে একটি ফিনান্সিয়াল কোম্পানির ভাইস-প্রেসিডেন্ট ছিলেন। কিন্তু ঘটনা সামনে আসতেই নড়েচড়ে বসে ওই কোম্পানি।

শুক্রবার কোম্পানির তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, ‘ওয়েলস ফার্গো তাদের কর্মীদের পেশাদার এবং ব্যক্তিগত আচরণের মান ধরে রাখে। আমরা এইসব অভিযোগে গভীরভাবে বিরক্ত। তাই ওই ব্যক্তিকে (পড়ুন শঙ্কর মিশ্র) কোম্পানি থেকে বরখাস্ত করা হল।’
প্রসঙ্গত, বিমানের মধ্যেই শঙ্কর সহযাত্রী এক বৃদ্ধার গায়ে প্রস্রাব করে দেন। অভিযোগ ছিল, আকন্ঠ মদ্যপান করে ছিলেন শঙ্কর। মদের নেশায় এতটাই চুর ছিলেন যে টয়লেট পর্যন্ত যাওয়ার অবকাশ পাননি। বাথরুম ভেবে ওই বৃদ্ধার গায়ে প্রস্রাব করে দেন। এই ঘটনার পরেই প্রথমে রীতিমতো হতভম্ব হয়ে পড়েন ওই বৃদ্ধা। তবে প্রাথমিক বিস্ময় কাটিয়ে বিমানসেবিকাকে ডাকেন। তাঁরা এসেই বৃদ্ধাকে শুকনো জামাকাপড় দেন ও পরে সিটও পাল্টে দেন। 

গোটা ঘটনাটি জানিয়ে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানান ওই বৃদ্ধা। তারপরই এয়ার ইন্ডিয়া ব্যবস্থা নেয়। শঙ্করকে এক মাসের জন্য বিমানে চড়া নিষিদ্ধ করেছে এয়ার ইন্ডিয়া।

খবর দ্য ওয়ালের/এনবিএস/২০২৩/একে

news