মোহন ভাগবতের প্রত্যেকটি বক্তব্যই ভারতের সংবিধান বিরোধী: ওয়াইসি

ভারতের মজলিশ-ইত্তেহাদুল মুসলেমিন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি ‘আরএসএস’ প্রধান মোহন ভাগবতকে নিশানা করে বলেছেন, ভাগবতের প্রত্যেকটি বক্তব্যই ভারতের সংবিধান বিরোধী।

তিনি আজ (বৃহস্পতিবার) গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে উগ্রহিন্দুত্ববাদী সংগঠন ‘আরএসএস’ প্রধান মোহন ভাগবতের বক্তব্য প্রসঙ্গে ওই মন্তব্য করেন। ওয়াইসি বলেন, ‘উনি প্রত্যেকটি বক্তব্যে বলতে চান ভারতের মুসলমান, খ্রিস্টান ও দলিতরা তাদের করুণায় রয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা। একদিকে তারা বলেন যে সবার ‘ডিএনএ’ সমান, অন্যদিকে তারা এমন বিবৃতি দেয়। উনি বলেছেন, আধিপত্য দেখানো উচিত নয়, এক হাজার বছর ধরে যুদ্ধ চলছে, হিন্দুরা করছে। কখনও কখনও এজন্য এধরণের বিবৃতি দেয়া হয়। আট বছর  ধরে আরএসএসের  স্বয়ংসেবকই যখন প্রধানমন্ত্রী, ৩০০ এমপি আপনাদের, তাহলে যুদ্ধ শেষ হচ্ছে না কেন?’ সংবিধান যখন তৈরি হয়েছে, ১৯৫০ সালে দেশকে যখন সংবিধান দেওয়া হয়েছে, তখন যুদ্ধ কীভাবে করছেন? আপনি মৌলবাদের কথা বলছেন, আমি বলছি না। কোন যুদ্ধের কথা বলছেন আপনি?’         

ওয়াইসি বলেন, ‘বিজেপি নেত্রী 'ছুরি ধারালো রাখুন'-এর মতো বিবৃতি দিচ্ছেন এবং ‘আরএসএস’ এটিকে সমর্থন করে মব লিঞ্চিং এবং দলিতদের উপর হামলার ন্যায্যতা দেওয়ার কাজ করছে। ভোপালের ভদ্রমহিলা, যিনি বিজেপির এমপি, বলেছিলেন ছুরি ধারালো রাখুন, এটিকে এত ধারালো রাখুন যাতে আঘাত লাগলে সাথে সাথে কেটে যায়। এটাকেও কী বৈধতা দেওয়া হচ্ছে? দেশে যত মব লিঞ্চিং ঘটেছে, তারা সেটাকে ন্যায্যতা দিচ্ছে। শুধু মৃত গরু-মহিষের চামড়া ছাড়ানোর জন্য দলিতদের মারধর করা হচ্ছে। একেও কী ন্যায়সঙ্গত করা হচ্ছে?’ 

আরএসএস প্রধান মোহন ভাগবতের সাম্প্রতিক বক্তব্য প্রসঙ্গে ওয়াইসি বলেন, উনি প্রায়ই এই ধরনের বক্তব্য দেন। তিনি মাদ্রাসায় গিয়ে মানুষের সঙ্গে দেখা করতে পারেন, কিন্তু বিলকিস বানোর সঙ্গে দেখা করেন না কেন? উনি বিলকিস বানোর সাথে কখনও সাক্ষাত করবেন না। উনি সেই মাদ্রাসায় যাবেন যেখানে নিজেদেরই  লোক আছে।

ভোপালের বিজেপি এমপি প্রজ্ঞা সিং ঠাকুরের বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, একজন এমপি এমন বক্তব্য দিচ্ছেন। সবজির মতো মানুষ কাটার কথা। ধর্ম সংসদে যারা এ ধরনের বক্তব্য দেয় তারা কী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের নয়? এ ধরনের বক্তব্য চরমপন্থাকে উৎসাহিত করে বলেও মন্তব্য করেন, ‘মজলিশ-ইত্তেহাদুল মুসলেমিন’ (মিম) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি।   

সম্প্রতি রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ বা ‘আরএসএস’ প্রধান মোহন ভাগবত বলেছেন, ‘মুসলিমদের ভারতে বাস করার ক্ষেত্রে কোনও সমস্যা নেই। নিজেদের ধর্মীয় বিশ্বাস নিয়েই তারা এ দেশে থাকতে পারবেন। কিন্তু, আধিপত্যের দাম্ভিক ভাবনা থেকে তাদের বেরিয়ে আসতে হবে।’ তিনি আরও বলেন,  বিদেশি আগ্রাসন, শক্তি ও ষড়যন্ত্রের বিরুদ্ধে বিগত প্রায় একহাজার বছর ধরে যুদ্ধ চালাচ্ছে হিন্দু সমাজ। সঙ্ঘ তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। এই সবের জন্যই হিন্দুরা আজ জেগে উঠেছে।’ 

‘মিম’ প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এ প্রসঙ্গে বলেছেন, ‘মুসলিমরা এ দেশে থাকবেন কী না, মোহন ভাগবত সেই অনুমতি দেওয়ার কে? নাগরিকত্ব নিয়ে শর্ত চাপানোর সাহস উনি পেলেন কোথা থেকে?’ ভাগবতকে নিশানা করে তিনি আরও বলেন, ‘আরএসএস প্রধান কখনওই মুদ্রাস্ফীতি, বেকারত্ব, ভারত-চীন সম্পর্ক, টাকার দাম নিয়ে কথা বলেন না।’  অন্যদিকে,  আরএসএস প্রধান মোহন ভাগবতের বক্তব্য ‘সংবিধান বিরোধী। তা অত্যন্ত আপত্তিকর ও উসকানিমূলক’ বলে মন্তব্য করেছেন  সিপিএম নেত্রী বৃন্দা কারাত।
খবর পার্সটুডে/এনবিএস/২০২৩/একে 

news