ত্রিপুরা বিধানসভা নির্বাচনে বিজেপিকে পরাজিত করতে বাম-কংগ্রেস নেতাদের মধ্যে সংলাপ শুরু

ভারতে বিজেপিশাসিত ত্রিপুরায় আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপিকে পরাজিত করতে বামফ্রন্ট ও কংগ্রেস নেতাদের মধ্যে সংলাপ শুরু হয়েছে।

গত (শুক্রবার) সন্ধ্যায় ত্রিপুরায়  কংগ্রেস নেতা ড. অজয় কুমার  মেলারমাঠে সিপিএম দলের সদর দফতরে  উপস্থিত হয়ে বামফ্রন্ট নেতাদের সাথে বৈঠক করেন। ওই বৈঠকে বামফ্রন্টের প্রধান শরিক সিপিএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী এবং  বামফ্রন্টের চেয়ারম্যান নারায়ণ কর উপস্থিত ছিলেন।

সিপিএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র  চৌধুরী সাফ বলেন, বিজেপিকে পরাজিত করতে ত্রিপুরায় আসন রফা নিয়ে কংগ্রেসের সাথে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে। অন্যদিকে, কংগ্রেস নেতা ড. অজয় কুমারের দাবি- বড় শত্রুকে  পরাজিত করতে কঠিন সিদ্ধান্ত নেওয়া খুবই জরুরী।  

ওই ইস্যুতে গতকাল (শনিবার) ত্রিপুরার শিক্ষামন্ত্রী ও বিজেপি নেতা রতন লাল নাথ বামফ্রন্ট-কংগ্রেস প্রস্তাবিত জোটকে কটাক্ষ করে বলেন,  ‘গণতন্ত্র শব্দ ব্যবহার করার আগে ওদের গোমূত্র দিয়ে কুলকুচি করা উচিত। এর আগে তাদের ওই শব্দ উচ্চারণ করার অধিকার নেই। রাজ্যবাসী নির্বাচনের সময় বুঝিয়ে দেবে।’    

এদিকে, সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেছেন,‘বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতির ধ্বংসলীলা, হত্যাযজ্ঞ ত্রিপুরাকে ভারতীয় গণতন্ত্রের বধ্যভূমিতে পরিণত করেছে। সেজন্য, বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় ‘ধর্মনিরেপেক্ষ শক্তি’র ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তা দেখা  দিয়েছে। তার দাবি- বোঝাপড়ার  ভিত্তিতে আসন রফা করা যাবে। ফাঁকফোঁকর গলে বিজেপি বেরিয়ে যেতে না পারে তা সুনিশ্চিত করতে হবে। আনুষ্ঠানিকভাবে কংগ্রেসের সাথে আসন রফা নিয়ে আলোচনা শুরু হয়েছে। কিন্তু এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না।  খোলা মনে আলোচনার ভিত্তিতে ইতিবাচক ফল পাওয়া যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। 

অন্যদিকে, ত্রিপুরায় কংগ্রেস দলের দায়িত্বশীল ড. অজয় কুমারের দাবি- সিপিএমের সাথে মতাদর্শে অনেকটাই মিল রয়েছে তাদের। মূল উদ্দেশ্য বিজেপিকে পরাজিত করা। ফলে, ঐক্যবদ্ধ হওয়ার প্রয়াস নেওয়া হয়েছে। সমস্ত ধর্ম নিরপেক্ষ শক্তিকে একজোট হওয়ার আহবান জানানো হয়েছে। প্রাথমিকভাবে সিপিএমের সাথে আলোচনার মাধ্যমে ওই পথ চলা শুরু হচ্ছে। বড় শত্রুকে পরাস্ত করতে কঠিন সিদ্ধান্ত নেওয়া খুবই জরুরী’ বলেও মন্তব্য করেন কংগ্রেস নেতা অজয় কুমার। 
খবর পার্সটুডে/এনবিএস/২০২৩/একে

news