পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগে দুর্নীতির ঘটনায় ‘ইডি’র হাতে তৃণমূল নেতা গ্রেফতার

ভারতের পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগে দুর্নীতির ঘটনাকে কেন্দ্র করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ‘ইডি’র হাতে গ্রেফতার হলেন তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষ।

আজ (শনিবার) হুগলির তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষকে গ্রেফতার করে কেন্দ্রীয় আর্থিক দুর্নীতির তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। রাজ্যে শিক্ষক নিয়োগে দুর্নীতির ঘটনার তদন্তে গতকাল (শুক্রবার) সকালে সাড়ে ৭টা নাগাদ ‘ইডি’র দু’টি দল তৃণমূল নেতা কুন্তল ঘোষের চিনার পার্ক এলাকার একটি আবাসনের জোড়া ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালায়। সেখানেই তল্লাশি এবং দফায়  দফায় জিজ্ঞাসাবাদের পর অবশেষে আজ (শনিবার) সকালে তাকে গ্রেফতার করা হয়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, ধৃত কুন্তল ঘোষের বাড়ি থেকে বেশ কিছু নথি উদ্ধার হয়েছে।    

ইতোমধ্যে দু’বার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ‘সিবিআই’য়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন কুন্তল ঘোষ। তার বিরুদ্ধে অভিযোগ তিনি শিক্ষক পদে চাকরি প্রার্থীদের কাছ থেকে কমপক্ষে ১৯ কোটি টাকা তুলেছেন। গত বুধবার ‘সিবিআই’য়ের ডাকে  তাদের দফতর গিয়েছিলেন কুন্তল ঘোষ। সেখান থেকে বেরিয়ে তিনি দাবি করেছিলেন, ‘আমি যদি নিয়োগ দুর্নীতিতে একশো টাকাও নিয়ে থাকি, তা হলে সিবিআই নিশ্চয়ই ব্যবস্থা নেবে।’

এর আগে প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যের ‘ঘনিষ্ঠ’ ও নিয়োগ মামলায় অন্যতম অভিযুক্ত তাপস মণ্ডল দাবি করেন, ৩২৫ জন শিক্ষক পদপ্রার্থীর কাছ থেকে ৩ কোটি ২৫ লাখ টাকা নিয়েছেন কুন্তল ঘোষ। বাঁকা পথে  তৃণমূল যুবনেতার কাছে সব মিলিয়ে ১৯ কোটি টাকারও বেশি পৌঁছেছে।  

এ সম্পর্কে আজ গ্রেফতার হওয়া তৃণমূল নেতা তাপস মণ্ডল তার সাফাইতে বলেন, আমি টাকা নিইনি। এটা তাপস মণ্ডলের ষড়যন্ত্র। তাপস মণ্ডল আমার কাছে ৫০ লাখ টাকা চেয়েছিলেন, সেটা না দেওয়াতেই এই অবস্থা।

অন্যদিকে, ওই অভিযোগের পাল্টা জবাবে তাপস মণ্ডল বলেন, ‘৫০ লাখ কেন, যে টাকাটা ও নিয়েছে, সেটা তো আমার পরিচিত লোকজনের কাছ থেকে। তাদের হিসাব অনুযায়ী আমি ১৯ কোটি ৪৪ লাখ ৫০ হাজার টাকার হিসাব দিয়েছি। আমি বারবার ওকে টাকা ফেরত দিতে বলেছিলাম। ফেরত চাওয়াটা কী আমার অন্যায়? যে টাকাগুলো সমস্ত চাকরিপ্রার্থীদের কাছ থেকে নিয়েছে তারা সবাই আমার পরিচিত। তাদের কাছ থেকে যে টাকা ও নিয়েছে তার প্রমাণ আমি তুলে দিয়েছি ‘সিবিআই’ এবং ‘ইডি’র হাতে। সেই টাকা ফেরত দেওয়ার চাপ আমি  একনাগাড়ে দিয়ে আসছিলাম’ বলেও মন্তব্য করেন নিয়োগ মামলায় অন্যতম  অভিযুক্ত তাপস মণ্ডল।
খবর পার্সটুডে/এনবিএস/২০২৩/একে

news