অসমে নাগরিকত্বের ভিত্তি বছর ১৯৫১ সালের পক্ষে মত প্রকাশ করলেন হিমন্ত বিশ্বশর্মা

ভারতে বিজেপিশাসিত অসমে নাগরিকত্ব ইস্যুতে বিতর্কের মধ্যে এবার রাজ্যটিতে নাগরিকত্বের ভিত্তি বছর ১৯৫১ সালের পক্ষে মত প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। যদিও সরকারিভাবে নাগরিকত্বের ভিত্তি বছর ১৯৭১ সালকেই মান্যতা দেওয়া হয়েছে।

তিনি অবশ্য বলেছেন, এই ইস্যুতে তার দৃষ্টিভঙ্গি আলাদা। তিনি বলেন, ‘একটি নয়, একসঙ্গে কয়েকটি বিষয় চাই আমরা। ১৯৫১, ক্যা, ডিলিমিটেশন-এটা একটা প্যাকেজের মতো। এই তিনটেই চাই।’ অর্থাৎ, মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার মতে, রাজ্যের নাগরিকত্বের ভিত্তিবর্ষ হোক ১৯৫১ সাল। সেই সঙ্গে চান রাজ্যে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ/ক্যা) কার্যকর হোক এবং লোকসভা ও বিধানসভার আসন পুনর্নির্ধারণ প্রক্রিয়া রূপায়িত হোক।  

গতকাল শনিবার অসমের দিসপুরে মুখ্যমন্ত্রী এক সংবাদ সম্মেলনে বলেন, ‘অসম সরকারের সরকারি অবস্থান হল, ১৯৭১-ই নাগরিকত্বের ভিত্তিবর্ষ। তার কারণ, একসময়ে অসম চুক্তি সই করেছিল অসম সরকার। সেই চুক্তিতে ১৯৭১ সালকে ভিত্তিবর্ষ হিসেবে ধরে নেওয়া হয়েছে। তাই ‘আরটিআই’ করে কেউ নাগরিকত্বের ভিত্তিবর্ষ জানতে চাইলে সরকারকে ১৯৭১ সালই লিখতে হবে।’  

অসমে নাগরিকত্বের ভিত্তিবর্ষ ১৯৫১ না ১৯৭১ সাল হবে, সেই মামলা সুপ্রিমকোর্টের সাংবিধানিক বেঞ্চে ঝুলে আছে। আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে ওই মামলার শুনানি হবে। কিন্তু রাজ্যের বিজেপি সরকার কেন ভিত্তিবর্ষ ১৯৫১ সালে চেয়ে আদালতে হলফনামা দিল না সেই প্রশ্ন তুলেছেন অসম সম্মিলিত মহাসঙ্ঘের নেতা মতিউর রহমান এবং প্রব্রজন বিরোধী ঐক্যের আহ্বায়ক উপমুন্য হাজারিকা।

রাজ্য সরকার ওই ইস্যুতে সমালোচনার মুখে পড়লে মুখ্যমন্ত্রী তার সাফাইতে বলেছেন, রাজ্য সরকারের অবস্থান হল, রাজ্যে নাগরিকত্বের ভিত্তিবর্ষ ১৯৭১ সাল। কিন্তু তার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি হল ভিত্তিবর্ষ হোক ১৯৫১ সাল। একইসঙ্গে তিনি রাজ্যে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ/ক্যা) কার্যকরের পক্ষে মত প্রকাশ করেছেন। বিশ্লেষকদের মতে- অসমিয়া এবং খিলিঞ্জিয়াদের সুরক্ষা কবচ হিসেবে ১৯৫১ সালকে ভিত্তিবর্ষ চান মুখ্যমন্ত্রী। একইসঙ্গে তিনি বাঙালি হিন্দুদের জন্য সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ/ক্যা) কার্যকরের কথা বলছেন। 
 খবর পার্সটুডে/ এনবিএস/২০২৩/একে

news