ভারতে সংশোধিত নাগরিকত্ব আইন চালু হবে না, ৪৮৬টা মামলা : জ্যোতিপ্রিয় মল্লিক

ভারতে বহুলালোচিত সংশোধিত নাগরিকত্ব আইন বা ‘সিএএ’ চালু হবে না বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের বনমন্ত্রী ও তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিক। শুক্রবার বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি ওই মন্তব্য করেন। তিনি এদিন গাইঘাটা ব্লকের ধরমপুর-২ পঞ্চায়েত এলাকায় দলীয় কর্মসূচি হিসেবে স্থানীয় মানুষজনের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং প্রয়োজনীয় আশ্বাস দেন। বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বিজেপিকে নিশানা করে বলেন, ‘২০১৯ সালের নির্বাচনে বিজেপি মানুষকে ভুল বুঝিয়ে ভোট নিয়েছিল। সেই ভুল বোঝানোর দিন এবার শেষ।’

এ প্রসঙ্গে তিনি সংশোধিত নাগরিকত্ব আইন বা ‘সিএএ’ প্রসঙ্গ উল্লেখ করে বলেন, ‘সিএএ’ চালু হবে না। ৪৮৬টা মামলা আছে সুপ্রিম কোর্টে। ৪৮৬টা মামলার নিষ্পত্তি করতে গেলে ৪৮৬ দিন লাগবে যদি প্রত্যেকদিন একটা করে মামলার নিষ্পত্তি করা হয়।’

২০১৯ সালের ‘সিএএ’ আইনে মুসলিমদের বাদ দিয়ে বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান ধর্মাবলম্বী শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা রয়েছে। যদিও বিতর্কিত ওই আইনের বিধি তৈরি না হওয়ায় তা এখনও কার্যকর হয়নি।  

ওই ইস্যুতে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ‘সিএএ’ চালু করব কেন? আমার কাছে তো ভোটার পরিচয়পত্র আছে। আমি তো ভোট দিয়েছি। আমাকে হাবড়ার মানুষ ভোট দেওয়ায় আমি বিধায়ক হয়েছি এবং মন্ত্রী হয়েছি। আমি বিধানসভায় আইন প্রণয়ন করি। আমি আইন প্রণয়ন করছি, যাকে আপনি ভোট দিয়েছেন। তার পর আপনার ভোটার কার্ড চ্যালেঞ্জ করছে, তা হয়? হয় না। এ সব মূর্খের মত কথাবার্তা। যুক্তিহীন কথাবার্তা।’  

মতুয়া সম্প্রদায়ের সমর্থন পাওয়ার লক্ষ্যে ‘সিএএ’ কার্যকর করার বিজেপি নেতাদের প্রতিশ্রুতি সম্পর্কে বনমন্ত্রী বলেন, ‘মতুয়া ধর্মের মানুষরা অত্যন্ত ভদ্র ও নম্র। এরা গরীব হতে পারে,  অত্যন্ত শিক্ষিত। এদের ‘পাগল’, ‘দলপতি’, ‘গোঁসাই’ –এরা অত্যন্ত ভালো, শান্তিপ্রিয়। বিজেপি এদেরকে ভুল বুঝিয়ে প্রভাবিত করার চেষ্টা করছে। কিন্তু এরা ভুল বুঝতে পেরেছে, যে মমতা ব্যানার্জির পথটাই এদের পথ।’

বিজেপি নেতারা যখন রাজ্যে ‘সিএএ’ চালু হবেই বলে জোরের সঙ্গে দাবি জানিয়ে আসছেন এবং ওই বিষয়ে মতুয়াদের আশ্বাস দিচ্ছেন, তখন রাজ্যের বনমন্ত্রীর এ সংক্রান্ত মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।              

প্রসঙ্গত, সংশোধিত নাগরিকত্ব আইন বা ‘সিএএ’ –এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মোট ২৩২টি আবেদন জমা পড়েছে। আবেদনকারীরা বলেছেন, তারা শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার বিরোধী নন। কিন্তু ওই আইনে (সিএএ) ধর্মের ভিত্তিতে বৈষম্য করা হয়েছে। তারা সেই বৈষম্যের বিরোধী। ‘মুসলিমদের’ সংশোধিত নাগরিকত্ব আইনের আওতা থেকে বাইরে রাখা ধর্মীয় বৈষম্যের শামিল বলেও তারা মন্তব্য করেছেন।

এনবিএস/ওডে/সি

news