'একশো দিনের প্রকল্পের টাকা না দিলে বাংলা দুর্বার আন্দোলন গড়ে তুলবে'

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বিজেপি সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তারা একশো দিনের প্রকল্পের টাকা না দিলে বাংলা দুর্বার আন্দোলন গড়ে তুলবে।

তিনি আজ (বৃহস্পতিবার) পূর্ব বর্ধমানে সরকারি পরিসেবা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন। মমতা বলেন, ‘একশো দিনের প্রকল্পের টাকা দিচ্ছো না কেন? পাঠাও কেন্দ্রীয় টিম অবিলম্বে টাকা নিয়ে, তা না হলে বাংলা দুর্বার আন্দোলন গড়ে তুলবে। আমরা সাত হাজার কোটি টাকা পাবো। যারা কাজ করেছে তাদের টাকা দিচ্ছে না!’

কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, ‘ক্ষমতা দেখাচ্ছ, নির্বাচনের আগে বড় বড় কথা! কেন্দ্রীয় তদন্তকারী টিম পাঠাচ্ছ। ছারপোকা কামড়ালেও কেন্দ্রীয় টিম! কালিপটকা ফাটালেও কেন্দ্রীয় টিম, কারো বাড়িতে লক্ষ্মীর ভাণ্ডার থাকলেও কেন্দ্রীয় টিম! কে কী জামা কাপড় পরবে তা নিয়েও কেন্দ্রীয় টিম, কে ডিম খাবে, না আলুভাজা খাবে সেজন্যও কেন্দ্রীয় টিম। মানুষগুলো না খেতে পেয়ে মারা যাচ্ছিল প্রায়। আমাদের রাজ্যের টাকা সব কেটে নিয়ে চলে যাচ্ছে। আমাদের প্রাপ্য টাকা দিচ্ছে না। তা সত্ত্বেও আমি গর্ব করে বলতে পারি ৪০ লাখ জবকার্ড হোল্ডারের কাজ বাংলা সরকার দিয়েছে। কেন্দ্রীয় সরকার দেয়নি।’

মমতা বলেন, ‘অন্য রাজ্যগুলোর দিকে তাকিয়ে দেখুন, দাঙ্গা করা ছাড়া, বিজেপিশাসিত রাজ্যগুলোতে অত্যাচার করা ছাড়া, সন্ত্রাস করা ছাড়া আর কোনও  কাজ নেই। আর সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত শুধু আমাকে গালাগালি দিয়ে বেড়াচ্ছে। আমাকে যত ইচ্ছে গালি দাও, আমাকে থাপ্পড়ও দিতে পারো, কিন্তু মনে রাখবে, আমার মুখ বন্ধ করা যাবে না। আমি গরীবের জন্য কথা বলি, সাধারণ মানুষের জন্য কথা বলি, আমি ছাত্র যৌবনের জন্য কথা বলি। আমি হিন্দু-মুসলমান-শিখ-খ্রিস্টান-তপসিলি সকলের জন্য কথা বলি এবং বলব’ বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
খবর পার্সটুডে/এনবিএস/২০২৩/একে

news