স্বামী-স্ত্রীর ঝগড়া এড়াবেন কী করে? বাতলে দিল আদালত

কথায় কথা বাড়ে, তর্কে বহুদূর’, বাংলায় এই প্রবাদটি খুবই প্রচলিত। বৃহস্পতিবার গুজরাত হাইকোর্টের (Gujarat High Court) এক বিচারপতির গলাতেও শোনা গেল একই সুর!
ছোট হোক না বড়, যেকোনও কারণেই হোক স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি (Family Dispute) প্রতিটি ঘরেই হয়ে থাকে। কখনও কখনও অশান্তি চরমে উঠে যায়। একে অপরকে মাত্রাছাড়া আক্রমণ করেন, কথা কাটাকাটি কখনও আবার হাতাহাতিতে পৌঁছে যায়। স্বামী-স্ত্রীর সম্পর্কের মধ্যে জন্ম নেয় বিষাদ। তবে এই ঝগড়া কি এড়ানো সম্ভব নয়? গুজরাত হাইকোর্টে এক মামলার শুনানিতে বিচারপতি গীতা গোপী তাঁর পর্যবেক্ষণে জানিয়েছেন, স্বামী-স্ত্রীর মধ্যে যদি একজন চুপ থাকেন তবে সহজেই অশান্তি এড়ানো সম্ভব। যখন একজন কথা বলছেন তখন অপরজন চুপ থাকলে ঝামেলাই ঘটবে না। 

বৈবাহিক সমস্যা নিয়ে বৃহস্পতিবার একটি মামলার শুনানি ছিল গুজরাত হাইকোর্টে বিচারপতি গীতা গোপীর সিঙ্গল বেঞ্চে। শুনানিতে দুই পক্ষের আইনজীবীরা নিজেদের বক্তব্য রাখেন। চলছিল একে অপরকে দোষারোপের পালা। এমন পরিস্থিতিতে বিচারপতি গোপী নিজের পর্যবেক্ষণ জানাতে গিয়ে বলেন, ‘স্বামী-স্ত্রী উভয়ই যখন কোনও বিষয় নিয়ে একে অপরের কথা না শুনে নিজেদের মতামত রাখতে যান, তখনই অশান্তি বাধে।’

বিচারপতি আরও যোগ করেন, স্বামী-স্ত্রীর এই সমস্যা সহজেই এড়ানো যায়। যদি অশান্তির সময় কোনও এক পক্ষ চুপ থেকে শান্তি বজায় রাখার চেষ্টা করেন তো। বিচারপতির আরও বলেন, স্বামী-স্ত্রীর কখনই নিজেদের ঝামেলা অন্য কারওর সামনে করা উচিত নয়। এমনকী নিজেদের সন্তানদের সামনে তো কখনই নিজেদের সমস্যা নিয়ে আসা অনুচিত। সন্তানের মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে।

খবর দ্য ওয়ালের/এনবিএস/২০২৩/একে

news