মোদির তথ্যচিত্রের পর এবার ‘জিহাদি ব্রাইড’, জঙ্গির প্রতি সহানুভূতি দেখিয়ে ক্ষোভের মুখে BBC

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজনৈতিক জীবন ও গুজরাট দাঙ্গা নিয়ে তথ্যচিত্র তৈরি করে গোটা বিশ্বে শোরগোল ফেলে দিয়েছিল বিবিসি। ভারতে যা নিয়ে তুমুল বিতর্ক সৃষ্টি হয়। এবার একটি তথ্যচিত্র প্রকাশ করে নিজেদের দেশেই বিক্ষোভের মুখে পড়ল ব্রিটিশ সংস্থাটি। যেখানে ইসলামিক স্টেটে যোগ দেওয়া এক জঙ্গির প্রতি সহানুভূতি দেখানোর অভিযোগ উঠেছে বিবিসির বিরুদ্ধে।

শামিমা বেগম। ছোটবেলা থেকেই ব্রিটেনে থাকত সে। ২০১৫ সালে মাত্র ১৫ বছর বয়সে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএসে যোগ দেয় সে। বর্তমানে তার বয়স ২৩। সেই শামিমাই বিবিসির (BBC) সৌজন্যে ফের উঠে এসেছে শিরোনামে। তার জীবনী নিয়ে ৯০ মিনিটের একটি তথ্যচিত্র মুক্তি পেয়েছে। নাম ‘দ্য শামিমা বেগম স্টোরি’। অভিযোগ, আইএসের মতো জঙ্গিগোষ্ঠীতে যোগ দেওয়া শামিমার প্রতি এই তথ্যচিত্রে অত্যন্ত সহানুভূতি দেখানো হয়েছে। তিনি নাকি আইএস যোগ করে অনুতপ্ত, সেই বিষয়টিও ফুটিয়ে তোলার চেষ্টা হয়েছে।

আর এহেন তথ্যচিত্র দেখে বেজার চটেছে ব্রিটেনের বাসিন্দারা। উঠেছে বিবিসিকে বয়কটের ডাক। এমনকী, ব্রিটেনবাসীদের একটা বড় অংশ দাবি করেছে, তারা নতুন করে আর বিবিসি সাবস্ক্রাইব করবে না। দর্শকরা টুইটারে প্রশ্ন তুলেছেন, বিবিসির কী হয়েছে? কেন এভাবে একজন জঙ্গিকে নির্যাতিতা হিসেবে দেখানো হচ্ছে? জঙ্গির জীবনের কাহিনি এভাবে দেখানো উচিত হচ্ছে না বলেও দাবি করা হয়েছে।
উল্লেখ্য, মোদিকে (PM Modi) নিয়ে তৈরি তথ্যচিত্রে বিবিসি তুলে ধরেছিল বিজেপি সরকারের আমলে গুজরাট তথা গোটা ভারতবর্ষে মুসলিমদের উপর কীভাবে অত্যাচার চলছে। এমনকী ভারতে মুসলিম গণহত্যার প্রবণতা দিন দিন বাড়ছে বলেও দাবি করা হয়। এবার শামিমার প্রতি সহানুভূতি দেখিয়ে বিপাকে বিবিস। সিরিয়ায় গিয়ে ডাচ আইএস জঙ্গির সঙ্গে বিয়ে করায় এই শামিমা ‘জিহাদি ব্রাইড’ নামেও পরিচিত।
সংবাদ প্রতিদিন/এনবিএস/২০২৩/একে

news