স্টোররুমে সাপ! সাতসকালে হুলস্থুল কাণ্ড জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে

 জলপাইগুড়ি: প্যাথলজি বিভাগের স্টোররুম (storeroom) থেকে সিরিঞ্জ আনতে গিয়েছিলেন প্যাথলজি কর্মী। বাক্স তুলতেই ফোঁস শব্দ শুনে আঁতকে ওঠেন তিনি। দেখেন সিরিঞ্জের বাক্সের পাশে সাপ। ছিটকে ঘর থেকে বেরিয়ে আসেন ওই কর্মী। শোরগোল পড়ে হাসপাতালজুড়ে (Jalpaiguri Medical College)।

সোমবার সকালে প্যাথলজি বিভাগের স্টোররুমে সাপ দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় পরিষেবা। খবর দেওয়া হয় পরিবেশকর্মী বিশ্বজিৎ দত্ত চৌধুরীকে। খবর পেয়ে তিনি পৌঁছে সাপটিকে উদ্ধার করেন। বিশ্বজিৎবাবু জানান, এটি র‍্যাট স্নেক। আশপাশের জঙ্গল থেকে কোনওভাবে হাসপাতালে ঢুকে পড়েছিল। সাপটি প্রায় দু-ফুট লম্বা। তিনি বলেন, “এই সাপ মূলত ইঁদুর খায়। নির্বিষ সাপ। উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।”

নির্বিষ সাপ হলেও কাজের জায়গায় আচমকা সাপটিকে দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন হাসপাতালের কর্মীরা। শীত শেষ হলেই উত্তরবঙ্গে সাপের উপদ্রব বাড়ে। কিন্তু মানুষ এখন সচেতন হওয়ায় সাপ দেখলেই পরিবেশ কর্মীদের ডেকে তাদের উদ্ধারের ব্যবস্থা করছে। গত বছরেও গোটা গ্রীষ্ম ও বর্ষাকালজুড়ে বারেবারেই লোকালয়ে নানাধরণের বিষাক্ত সাপের দেখা মিলেছে। এবারও শীত শেষ হতেই হাসপাতালে স্টোররুমে ঢুকে পড়ল সাপ।
খবর দ্য ওয়ালের/এনবিএস/২০২৩/একে

news