রাশিয়ার পক্ষে গুপ্তচরবৃত্তি, ব্রিটেনে গ্রেপ্তার ৫

আটক ওরলিন রোসেভ, ক্যাটরিন ইভানোভা, বিজার ঝামবাঝোভ, ভ্যানভা গ্যাবেরোভা বহু বছর ধরে ব্রিটেনে বসবাস করছিলেন। সন্দেহেভাজন ব্যক্তিরা মস্কোর পক্ষে গুপ্তচরবৃত্তি চালানোর চক্রান্ত করছিল বলে অভিযোগ আনা হয়েচে।

গত মঙ্গলবার তাদেরকে ওয়েস্টমিনিস্টার ম্যাজিস্ট্রেটস কোর্টে হাজির করা হয়। তারা ২০২০ সালের আগষ্ট মাস থেকে২০২৩ সালের ফেব্রুয়ারি পর্যন্ত শত্রুর কাজে লাগানোর জন্য নানা তথ্য সংগ্রহের কাজে তৎপর ছিলেন। মেট্রোপলিটন পুলিশের তদন্তের পর তাদের বিরুদ্ধে এসব অভিযোগ আনা হয়েছে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, তারা রাশিয়ার নিরাপত্তার বাহিনী গোয়েন্দা কার্যক্রম সেলের পক্ষে কাজ করার সময় বিভিন্ন টার্গেটের ওপর নজরদাবি করছিলেন।

তারা ব্রিটেন ও ইউরোপের অন্যান্য দেশে গোয়েন্দা তৎপরতায় জড়িত হয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করে তা রাশিয়া সরকারের কাছে পাচার করতেন।

এসব আটক বুলগেরীয়রা ব্রিটেন, বুলগেরিয়া, ফ্রান্স, ইতালি, চেক প্রজাতন্ত্র, স্লোভেনিয়া ও গ্রীসের ভুয়া পাসপোর্ট ওপরিচয়পত্র তৈরি করে গোয়েন্দা তৎপরতা চালায় বলে অভিযোগ করা হয়েছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news