ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে চমকপ্রদ মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, মোদি দেখতে বিশ্বের সবচেয়ে সুন্দর মানুষদের একজন—তবে তিনি একই সঙ্গে “একজন খুনি”ও!

দক্ষিণ কোরিয়া সফরে থাকা ট্রাম্প বর্তমানে এপেক সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন। মঙ্গলবার (২৯ অক্টোবর) এক অনুষ্ঠানে তিনি ভারত-পাকিস্তানের মধ্যে চারদিনের যুদ্ধের প্রসঙ্গ তোলেন। সেখানে তিনি দাবি করেন, এই যুদ্ধ তিনিই বন্ধ করেছিলেন।

ট্রাম্প বলেন, প্রথমে তিনি ভারত ও পাকিস্তান—দুই দেশকেই যুদ্ধ বন্ধের আহ্বান জানান। কিন্তু কেউ রাজি হয়নি। পরে দুই দেশই তার কাছে এসে যুদ্ধ বন্ধের অনুরোধ করে। তিনি আরও জানান, যুদ্ধ না থামালে ভারত ও পাকিস্তানের সঙ্গে বাণিজ্য চুক্তি না করার হুমকি দিয়েছিলেন।

“আমি ভারতের সঙ্গে বড় একটি বাণিজ্য চুক্তি করতে যাচ্ছিলাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি আমার অনেক শ্রদ্ধা ও ভালোবাসা আছে। আমাদের মধ্যে চমৎকার সম্পর্ক। পাকিস্তানের প্রধানমন্ত্রীও একজন অসাধারণ মানুষ,”— বলেন ট্রাম্প।

তিনি আরও বলেন, “আমি জেনেছি ভারত-পাকিস্তান যুদ্ধে সাতটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল। দুই দেশই পারমাণবিক শক্তিধর, আর তারা তখন একেবারে বিপজ্জনক দিকে এগোচ্ছিল।”

ট্রাম্প দাবি করেন, “আমি মোদিকে ফোন করে বলেছিলাম, আমরা তোমাদের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে পারব না, কারণ তোমরা পাকিস্তানের সঙ্গে যুদ্ধ শুরু করেছ। মোদি বলেন, ‘না না, আমাদের চুক্তি করতে হবে।’ কিন্তু আমি না বলি।”

এরপর পাকিস্তানকেও ফোন করেন ট্রাম্প। “আমি তাদের বলি, আমরা তোমাদের সঙ্গেও বাণিজ্য করব না, কারণ তোমরাও ভারতের সঙ্গে যুদ্ধ করছ। তারা বলে, ‘না, আমাদের যুদ্ধ করতে দিন।’ দুপক্ষই নিজেদের খুব শক্তিশালী প্রমাণ করতে চেয়েছিল,” বলেন ট্রাম্প।

এরপর তিনি বলেন, “প্রধানমন্ত্রী মোদি দেখতে দারুণ। তাকে দেখে মনে হয়, তাকে আপনি বাবার মতো ভালোবাসতে চাইবেন। কিন্তু মোদি খুব কঠিন প্রকৃতির—একজন খুনি। আমি তখন অবাক হয়ে ভাবলাম, এ কি সেই মোদি যাকে আমি চিনি?”

ট্রাম্পের দাবি, এই কথোপকথনের দুই দিন পরই ভারত ও পাকিস্তান যুদ্ধ বন্ধ করে দেয়। “তারা আমাকে ফোন করে জানায়, আমরা বুঝেছি। তারপরই যুদ্ধ থেমে যায়। এটা ছিল একদম অবিশ্বাস্য ঘটনা,”— বলেন ট্রাম্প।

 

news