আফগানিস্তানের সীমান্ত ঘেঁষে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুররম জেলায় এক ভয়াবহ সংঘর্ষে এক ক্যাপ্টেনসহ ছয়জন পাকিস্তানি সেনা প্রাণ হারিয়েছেন। গোপন সূত্রে জঙ্গিদের আস্তানার খবর পেয়ে সেনাবাহিনী অভিযান চালালেই দুই পক্ষের মধ্যে শুরু হয়ে যায় তীব্র গুলিবিনিময়।
বুধবার (২৯ অক্টোবর) পাকিস্তান সামরিক বাহিনীর প্রেস-বিজ্ঞপ্তি প্রকাশকারী শাখা আইএসপিআর এক বিবৃতিতে এই মর্মান্তিক খবর নিশ্চিত করেছে। তাদের দাবি, এই সংঘর্ষে কমপক্ষে ৭ জন জঙ্গিও নিহত হয়েছে।
আইএসপিআর-এর বিবৃতিতে জানানো হয়, ‘ফ্যাসাদ সৃষ্টিকারী’ এক জঙ্গি গ্রুপের সদস্যদের অবস্থানের তথ্য পেয়েই কুররমের দোগার এলাকায় এই বিশেষ অভিযান চালায় সেনাবাহিনী। পাকিস্তানি সেনাবাহিনী সাধারণত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) নামের জঙ্গি গোষ্ঠীকেই এই নামে ডাকে।
পাকিস্তানের দাবি, ‘ভারতের মদদপুষ্ট’ এই সশস্ত্র গোষ্ঠীটি আফগান তালেবানদের আশ্রয়ে থেকে পাকিস্তানের ভেতরে নিয়মিত হামলা চালাচ্ছে। অবশ্য ভারত ও আফগানিস্তান, টিটিপির সাথে তাদের কোনো যোগাযোগ বা মদদ দেয়ার অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসছে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে আফগান সীমান্তের কাছাকাছি খাইবার পাখতুনখোয়া অঞ্চলে পাকিস্তানি সেনাদের ওপর হামলার সংখ্যা ও তীব্রতা দুটোই বেড়ে গেছে। একইসাথে, বিদ্রোহী গোষ্ঠীদের সাথে সেনাবাহিনীর নিয়মিত সংঘর্ষের কারণে প্রতিবেশী অঞ্চল বেলুচিস্তানেও চলছে চরম অস্থিরতা।
