নতুন যুগ শুরু হচ্ছে ইউক্রেনের। সুইডেনের অত্যাধুনিক গ্রিপেন যুদ্ধবিমান শিগগিরই যোগ হবে ইউক্রেনের বিমানবাহিনীতে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ২০২৬ সালের মধ্যে এই বিমানগড়া আকাশে উড়বে।
সম্প্রতি সুইডেন-ইউক্রেন চুক্তি হয়েছে, যাতে ১০০-১৫০টা জেএএস-৩৯ গ্রিপেন-ই কিনবে ইউক্রেন। এটা সুইডেনের সবচেয়ে আধুনিক মাল্টিরোল ফাইটার।

সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন বলেছেন, এটা ১০-১৫ বছরের লং-টার্ম প্রজেক্ট, তাৎক্ষণিক ডেলিভারি সম্ভব নয়।
ইউক্রেনীয় বিমানবাহিনীর যোগাযোগ প্রধান ইউরি ইহনাত বলেন, যুদ্ধবিমান কেনা সহজ নয়। আন্তঃসরকারী চুক্তি, সময় লাগে, জটিল। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত গ্রিপেন ই নয়, পুরোনো সি/ডি মডেল পেতে পারে। তবু এগুলো ইউক্রেনের এয়ার পাওয়ার অনেক বাড়াবে।

গ্রিপেন তার স্পিড, মাল্টিটাস্কিং, অ্যাডভান্সড রাডার আর কম মেইনটেন্যান্স খরচের জন্য ফেমাস। আকাশ-আকাশ, আকাশ-গ্রাউন্ড, সার্ভেইল্যান্স – সব মিশনে দারুণ। গ্রিপেন ই-তে জেনারেল ইলেকট্রিক এফ৪১৪জি ইঞ্জিন, ঘণ্টায় ২১৩০ কিমি স্পিড (ম্যাক ২)। অ্যাডভান্সড রাডার, ইলেকট্রনিক ওয়ারফেয়ার, প্যানোরামিক ডিসপ্লে – পাইলটকে রিয়েল-টাইম ওয়ারফিল্ড ছবি দেয়।
২০২৫ মে-তে গ্রিপেন ই প্রথমবার এআই দিয়ে উড়ে ইতিহাস গড়ে। ‘সেন্টোর’ নামের এআই পাইলট তিনটা ফ্লাইট মিশন করে। বিভিআর যুদ্ধ ক্যাপাবিলিটি দেখায়।

পুরোনো গ্রিপেন সি/ডি কম অ্যাডভান্সড, কিন্তু পাওয়ারফুল মাল্টিরোল। ভলভো আরএম১২ ইঞ্জিন, ওজন-জ্বালানি কম, কিন্তু যুদ্ধে কার্যকর।

গ্রিপেনের স্ট্রেংথ মাল্টিপল ওয়েপন। মেটিওর, এআইএম-১২০ দিয়ে লং-রেঞ্জ অ্যাটাক, আইআরআইএস-টি, সাইডউইন্ডার দিয়ে ক্লোজ কমব্যাট।
সামরিক এক্সপার্ট আন্দ্রি 
খারুক বলেন, ‘গ্রিপেনের বড় অ্যাডভান্টেজ মেটিওর মিসাইল – যা আমেরিকার কাছেও নেই।’ সুইডিশ ডেটা লিংক লিংক-১৬-এর চেয়ে বেটার।

গ্রিপেন ছোট রানওয়ে বা রোড থেকে উড়তে-নামতে পারে। মেইনটেন্যান্স ইজি, ১০ মিনিটে রি-টেকঅফ রেডি।
ইঞ্জিন ইনটেক সাইডে, ক্ষতিগ্রস্ত রানওয়ে থেকে ডেব্রি ইঞ্জিনে যাওয়ার রিস্ক কম। কিন্তু গ্রিপেন ই/এফ-এ আমেরিকান পার্টস, রপ্তানিতে ওয়াশিংটনের অনুমোদন লাগতে পারে।

রাশিয়ান ওয়েপন ফ্রন্টলাইনের পেছনে অ্যাটাক করছে। গ্লাইড বোমা ঠেকাতে গ্রিপেনের মেটিওর কী। অ্যানালিস্ট জাস্টিন ব্রঙ্ক বলেন, ‘শুধু মেটিওরই ৬০-১০০ কিমি দূরে সু-৩৪ বোমার ঠেকাতে পারে।’
এই মিসাইল রাশিয়ার ব্রিয়ান্স্ক, কুরস্ক, বেলগোরদ, রোস্তভে হিট করতে পারে। খারুক বলেন, ‘গ্রিপেন মিরাকল নয়, শুধু শক্তিশালী টুল।’
প্রভাব নির্ভর করবে কতটা বিমা
ন, কত তাড়াতাড়ি পায়। সুইডেনের এয়ারফোর্সে ১০০+ গ্রিপেন।
ব্রাজিল ২০১৪-এ চুক্তি করে ২০২৫ পর্যন্ত ১০টা পেয়েছে।

জেলেনস্কি বলেছেন, সুইডেনের সঙ্গে লোকাল প্রোডাকশন চুক্তি। টাইমলাইন প্রকাশ হয়নি। অ্যানালিস্টরা বলছেন, এক বছরে পুরোনো ভার্সনের এক ডজন পেতে পারে। সেপ্টেম্বরে পার্টস পাঠিয়েছে সুইডেন।

 

news