পাপুয়া নিউ গিনির এনগা প্রদেশের একটি গ্রামে আকস্মিক ভূমিধসের ঘটনা ঘটেছে। এই ভয়াবহ ভূমিধসে কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, মাটির নিচে আরও বহু মানুষ চাপা পড়ে আছে।
শুক্রবার (২১ অক্টোবর) পাপুয়া নিউ গিনির জাতীয় সম্প্রচার কর্পোরেশনজানিয়েছে, ওয়াপেনমান্ডা জেলার মিনাম্ব উপত্যকার ছোট্ট কুকাস গ্রামে এই ভূমিধস ঘটে।
উদ্ধার অভিযান শুরু, আরও মৃত্যুর আশঙ্কা
মিনাম্ব ভ্যালি পিস অ্যান্ড সিকিউরিটি ফাউন্ডেশনের চেয়ারম্যান লাসরো মোলা পাঙ্গা এই মর্মান্তিক খবরটি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয় গ্রামবাসীরা জরুরি ভিত্তিতে উদ্ধার অভিযান শুরু করেছে।
                                                                           
                                                                    
                                    
পাঙ্গা বলেন, "এখন পর্যন্ত ঘটনাস্থল থেকে ২০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। জীবিতদের জন্য অনুসন্ধান অব্যাহত রয়েছে।"
তিনি আরও বলেন, "এই ভূমিধসে মোট কতজন নিহত হয়েছে, তা আমরা বর্তমানে জানি না। আমরা সকলের মাথা গণনা করার পরেও মৃতের সংখ্যাটি আরও বাড়তে পারে।" অর্থাৎ, নিহতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
ভয়ঙ্কর স্মৃতি ফিরল
প্রসঙ্গত, এই ঘটনাটি ২০২৪ সালের মে মাসের একটি ভয়াবহ স্মৃতি ফিরিয়ে আনলো। সে সময় এনগা প্রদেশের মুলিটাকা এলাকায় একটি বড় ভূমিধসে কমপক্ষে ৬৭০ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছিল।
                                                                            
                                                                           
                                                                    
                                    
 
                                
                                 
	 
                                 
                     
 
 
 
                                                                                    
 
                                                                                                                          
                                                                                                                             
                                                                                                                             
                                                                                                                             
                                                                                                                             
                                                                                                                             
                                                                                                                             
                                                                                                                            