অধিকৃত পশ্চিম তীরজুড়ে ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়ে জলপাই চুরি করে নিয়ে যাচ্ছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। আল জাজিরা জানিয়েছে, হামলার মাত্রা বেড়ে যাওয়ায় এবারের জলপাই মৌসুমে স্থানীয় কৃষকরা পাঁচ বছরের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর সহিংসতার শিকার হচ্ছেন।

প্রতিবেদন বলছে, পর্যবেক্ষকরা অক্টোবরের প্রথম তিন সপ্তাহে ফসল তোলা কৃষকদের ওপর ১২৬টি হামলার ঘটনা নথিভুক্ত করেছেন। অন্তত ৭০টি এলাকায় ৪ হাজারের বেশি গাছ ধ্বংস করা হয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় এই ক্ষতি দ্বিগুণ হয়ে গেছে।

আল জাজিরা জানায়, গত সপ্তাহেই ১৭ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। ৬০টি বসতি-সংক্রান্ত ঘটনা রেকর্ড করা হয়েছে – যার অর্ধেকেরও বেশি ঘটেছে ফসল কাটার সময়।

নতুন সেটলারদের কারণে ফিলিস্তিনি কৃষকদের নিজেদের বাগানে পৌঁছানোই দায় হয়ে উঠেছে। বেশিরভাগ সময় অবাধে চলাফেরা করাটা এখন জীবনের ঝুঁকি।

আল জাজিরা বলছে, আজ শুক্রবারও নাবলুস আর রামাল্লাহ জেলায় এমন হামলা হয়েছে। নাবলুসের দক্ষিণে কারিউত গ্রামে সেটলাররা ফিলিস্তিনিদের জমিতে ঢুকে জলপাই চুরি করেছে। কয়েকদিন আগেই তারা একই গ্রামের শত শত প্রাচীন জলপাই গাছ উপড়ে ফেলেছে।

একই দিন রামাল্লাহর উত্তরে সিনজিলে ইসরায়েলি বাহিনীর মদদে সেটলাররা বন্দুক উঁচিয়ে কৃষকদের তাড়িয়ে দিয়েছে এবং কয়েকজনকে আটক করেছে।

 

news