দীর্ঘ দুই বছর ধরে ধৈর্য ধরে চেষ্টা করে অবশেষে ভাগ্য খুলেছে বাংলাদেশের ৩১ বছর বয়সী বিক্রয়কর্মী মোহাম্মদ হায়দার আলির। তিনি সংযুক্ত আরব আমিরাতের জনপ্রিয় 'বিগ টিকিট'-এর সাপ্তাহিক ই-ড্রয়ের সিরিজ ২৮০-তে জিতেছেন ২৪ ক্যারেটের ২৫০ গ্রাম সোনার বার! এই সোনার বারের বাজারমূল্য প্রায় ১ লাখ ২৫ হাজার দিরহাম, যা বাংলাদেশি অর্থে প্রায় ৪২ লাখ টাকার সমান।

পাঁচ বছরের প্রবাস জীবনে এল বড় চমক
গত পাঁচ বছর ধরে হায়দার আলি সংযুক্ত আরব আমিরাতের আল আইন শহরে বসবাস করেন। তিনি সেখানে একটি ইলেকট্রনিকসের দোকানে কাজ করেন এবং দেশে থাকা পরিবারের খরচ চালানোর জন্য কঠোর পরিশ্রম করেন।

দুই বছর আগে বিগ টিকিটের সেলস টিমের একটি ফোন কলের মাধ্যমেই তার এই লটারি জেতার যাত্রা শুরু হয়। এরপর থেকে তিনি নিয়মিত টিকিট কেনা শুরু করেন—কখনো নিজের নামে, আবার কখনো ঘনিষ্ঠ চার-পাঁচজন বন্ধুকে নিয়ে টাকা ভাগ করে প্রতি মাসেই ভাগ্য পরীক্ষা করতেন।

সোনার বারের খবর শুনেই হতবাক হায়দার আলী
অবশেষে সেই আশাই পূর্ণ হলো। লাইভ ড্র চলার সময় উপস্থাপক রিচার্ড যখন ফোন করে তাকে জানান যে তিনি জয়ী হয়েছেন, তখন হতবাক হয়ে যান হায়দার আলি। তিনি প্রথমে অবিশ্বাস নিয়ে জিজ্ঞেস করেন, "কত গ্রাম? ২৪ ক্যারেট? ঠিক আছে!"

এরপর তিনি ফোনটি বন্ধুর হাতে দেন—এটি সত্যি কি না যাচাই করার জন্য। কিন্তু রিচার্ড যখন 'বিগ টিকিট'-এর নাম বলেন, তখনই আনন্দে ফেটে পড়েন তারা! হায়দার আলির লটারি জেতা টিকিট নম্বর ছিল ৩২১০৮০।

পুরস্কারের মূল্য শুনে হায়দারের মুখে ফুটে ওঠে উচ্ছ্বাস। তিনি বলেন, "আমি খুব খুশি। এটা আমার জন্য বড় এক চমক।" তিনি এখনো ঠিক করেননি যে এই সোনা কীভাবে ব্যবহার করবেন, তবে এই জয় তার মনে নতুন উদ্দীপনা জাগিয়েছে। তিনি আরও বলেন, "এই জয় আমাকে অনুপ্রাণিত করেছে, আমি এখন থেকে প্রতি মাসেই খেলব।"

বিগ টিকিট প্রসঙ্গে হায়দার আলি বলেন, "এটা খুব ভালো একটা কোম্পানি। প্রক্রিয়াটাও সহজ।"

 

news