যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এখন চলছে তাদের পরবর্তী মেয়র নির্বাচনের জন্য ভোটগ্রহণ। স্থানীয় সময় সকাল ৬টা (বাংলাদেশ সময় বিকাল পাঁচটায়) শহরের সব ভোটকেন্দ্র খুলে দেওয়া হয়েছে। ভোটগ্রহণ শেষ হবে স্থানীয় সময় রাত নয়টায় (বাংলাদেশ সময় বুধবার সকাল আটটায়)।

ত্রিমুখী লড়াই: কে এগিয়ে?
শহরের এই শীর্ষ পদে এবার মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে তিনজনের মধ্যে। এই ত্রিমুখী লড়াই বিশেষভাবে নজর কেড়েছে, যেখানে প্রতিযোগিতা হচ্ছে প্রগতিশীল Progressive, প্রতিষ্ঠাবাদী Establishment ও রক্ষণশীল Conservative শিবিরের মধ্যে।

জোহরান মামদানি ডেমোক্র্যাট: তিনি একজন ৩৪ বছর বয়সী গণতান্ত্রিক সমাজতান্ত্রিক Democratic Socialist এবং কুইন্সের রাজ্য পরিষদ সদস্য।

অ্যান্ড্রু কুওমো (স্বতন্ত্র): প্রভাবশালী স্বতন্ত্র প্রার্থী।

কার্টিস স্লিওয়া রিপাবলিকান: রিপাবলিকান পার্টির প্রার্থী।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত বেশিরভাগ জরিপে দেখা গেছে, ডেমোক্র্যাট প্রার্থী মামদানিই বাকি দুই প্রতিদ্বন্দ্বীর তুলনায় সামান্য হলেও এগিয়ে রয়েছেন।

আগাম ভোটে রেকর্ড
মেয়র নির্বাচনের আগাম ভোটগ্রহণ ২৫ অক্টোবর থেকে শুরু হয়ে ২ নভেম্বর শেষ হয়েছে। এই সময়কালে নিউইয়র্কের প্রায় ৭ লাখ ৩৫ হাজার ভোটার তাদের আগাম ভোট দিয়েছেন।

নিউইয়র্ক শহরে চার বছর পরপর মেয়র নির্বাচন অনুষ্ঠিত হয়। একজন ব্যক্তি সর্বোচ্চ দুই মেয়াদে এই পদে দায়িত্ব পালন করতে পারেন।

 

news