যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি অভিযোগ করেছেন যে, রাশিয়া, চীন, উত্তর কোরিয়া, পাকিস্তান এবং অন্যান্য কিছু দেশ গোপনে ভূগর্ভস্থ পারমাণবিক পরীক্ষা চালাচ্ছে। তিনি এ প্রসঙ্গে সতর্কভাবে বলেন—এমন পরীক্ষা কোথায় হচ্ছে, তা প্রায় কেউ জানে না।

রবিবার (২ নভেম্বর) সিবিএস নিউজকে দেওয়া একটি সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “তারা পরীক্ষা করে, আর তারা তোমাকে সেটা বলেও না। তুমি জানো না তারা কোথায় পরীক্ষা করছে—তারা অনেক গভীরে পরীক্ষা চালায়, যেখানে মানুষ ঠিক জানে না কী হচ্ছে। তুমি কেবল সামান্য কম্পন অনুভব করতে পারো।”

ট্রাম্প আরও বলেন, “তারা পরীক্ষা করছে আর আমরা এখনো করছি না। আমাদেরও পরীক্ষা করতে হবে। রাশিয়া পরীক্ষা করছে, চীন পরীক্ষা করছে; আমরা ওগুলো পরীক্ষা করবো। উত্তর কোরিয়া ও পাকিস্তানও পরীক্ষা করছে।”

প্রেসিডেন্ট বলেন, “আমাদের কাছে সেরা পারমাণবিক ক্ষমতা আছে। আমি প্রেসিডেন্ট হিসেবে এই ক্ষমতাগুলো সংস্কার ও তৈরি করেছি—যা আমি করতে চেয়েছিলাম না, কারণ ধ্বংসাত্মক ক্ষমতা এমন কিছু, যার কথা বলা-ও ইচ্ছে হয় না।” তিনি যুক্ত করে বলেন, “যদি আমাদের কাছে পারমাণবিক অস্ত্রাগার থাকে, তবে আমাদের সেগুলো পরীক্ষা করতেই হবে—অনুমান করে চললে তুমি জানবে না এগুলো কেমন করে কাজ করবে। অবশ্য আমরা এগুলো কখনোই ব্যবহার করতে চাই না।”

উল্লেখ্য, ২৯ অক্টোবর ট্রাম্প পেন্টাগনকে অবিলম্বে পারমাণবিক অস্ত্র পরীক্ষার পুনরায় শুরু করার নির্দেশ দিয়েছিলেন। তবে তিনি সাক্ষাৎকারে নির্দিষ্টভাবে বলেননি যে কী ধরনের পরীক্ষা তিনি ইঙ্গিত করছেন বা এতে কোনো পারমাণবিক ওয়ারহেড বিস্ফোরণ ঘটবে কি না।

 

news